মিনা ও রিনার একত্রে ৭৫৩২ টাকা আছে। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। মিনা ১৩০০ টাকা মাকে দিলে তার হাতে কত টাকা রইল?
নোট
রিনার আছে (৭৫৩২ - ৫৬০) এর অর্ধেক টাকা = (৬৯৭২ ÷ ২) = ৩৪৮৬ টাকা।
রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে
সুতরাং, মিনার আছে (৩৪৮৬ + ৫৬০) = ৪০৪৬ টাকা
মিনা তার মাকে দিল ১৩০০ টাকা
সুতরাং, মিনার কাছে অবশিষ্ট রইল = (৪০৪৬ - ১৩০০) = ২৭৪৬ টাকা।