মাহিন মিনিটে ২০ মিটার বেগে হেঁটে ২৫ মিনিটে বাড়ি হতে স্কুলে পৌছায়। তার বাড়ি হতে স্কুলের দূরত্ব কত কিলোমিটার হবে?
নোট
মাহিন মিনিটে ২০ মিটার বেগে হেঁটে ২৫ মিনিটে বাড়ি হতে স্কুলে পৌছায়। তার বাড়ি হতে স্কুলের দূরত্ব ০.৫ কিলোমিটার হবে।
ব্যাখ্যাঃ
মাহিন ১ মিনিটে হাঁটে ২০ মিটার
সুতরাং, ২৫ মিনিটে হাঁটে = (২০ X ২৫) = ৫০০ মিটার।
আমরা জানি, ১০০০ মিটার = ১ কি.মি.।
সুতরাং, মাহিনের বাড়ি হতে স্কুলের দূরত্ব ৫০০ মিটার = (৫০০ ÷ ১০০০) = ০.৫ কি.মি.।
সুতরাং, তার বাড়ি হতে স্কুলের দূরত্ব কত কিলোমিটার হবে ০.৫ কি.মি.।