প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাংলায় ৭৮, ইংরেজিতে ৭০, গণিতে ৭০, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৭৫, প্রাথমিক বিজ্ঞানে ৭২ নম্বর পেল সুমন। যদি সুমন গণিত এবং ইংরেজিতে ৮০ করে নম্বর পেত তবে ৫ বিষয়ে গড়ে সে কত নম্বর পেত?
নোট
যদি সুমন গণিতে এবং ইংরেজিতে ৮০ করে নম্বর পেত তাহলে মোট পেত (৭৮ + ৮০ + ৮০ + ৭৫ + ৭২) = ৩৮৫ নম্বর
সুতরাং, ৫ বিষয়ে গড়ে নম্বর পেত (৩৮৫ ÷ ৫) = ৭৭ নম্বর।