দায়/মালিকানা স্বত্ব/দায় ও মালিকানা স্বত্ব/ব্যয় ও সম্পদ – কোনটি বৃদ্ধি পেলে ডেবিট হবে?
নোট
দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ে যাবতীয় ব্যয় বা খরচ ও সম্পদকে ডেবিট এবং আয় ও দায়কে ক্রেডিট হিসেবে ধরা করা হয়। এক্ষেত্রে ব্যয় ও সম্পদকে ডেবিট করা হলে এর পরিমান বৃদ্ধি পাবে কিন্তু ক্রেডিট করা হলে এর পরিমান হ্রাস পাবে। আবার আয় ও দায়কে ক্রেডিট করা হলে এর পরিমান বৃদ্ধি পাবে কিন্তু যদি ডেবিট করা হয় তবে এর পরিমান হ্রাস পাবে। এ সকল তথ্য থেকেই বোঝা যায় ব্যয় ও সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে।