জাহিদ সাহেবের মাসিক আয় ৮৫০০ টাকা। তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ৩১০০ টাকা ও অন্যান্য খরচ বাবদ ৪৫০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। জাহিদ সাহেব এক বছরে কত টাকা জমা করেন?
নোট
বাড়ি ভাড়া বাবদ ব্যয় ৩১০০ টাকা
অন্যান্য খরচ বাবদ ব্যয় ৪৫০০ টাকা
সুতরাং, মোট ব্যয় (৩১০০ + ৪৫০০) = ৭৬০০ টাকা
জাহিদ সাহেবের মাসিক আয় ৮৫০০ টাকা
আমরা জানি, ১ বছর = ১২ মাস
সুতরাং, ১ মাসে জমা করেন (৮৫০০ - ৭৬০০) = ৯০০ টাকা
১২ মাসে জমা করেন (৯০০ × ১২) = ১০৮০০ টাকা।