ক প্যাকেট চিপ্স ও ১ টি চকলেটের দাম একত্রে খ টাকা। ১ প্যাকেট চিপ্সের দাম ১০ টাকা এবং ১ চকলটের দাম ৩০ টাকা। ক = ১০ হলে খ এর মান নির্ণয় কর।
নোট
এখানে, ১ প্যাকেট চিপ্সের দাম ১০ টাকা
সুতরাং, ক প্যাকেট চিপ্সের দাম ১০ ক টাকা
প্রশ্নমতে, ক = ১০ হলে,
১০ × ১০ + ৩০ = খ
বা, ১০০ + ৩০ = খ
বা, খ = ১৩০
অতএব, ক = ১০ হলে, খ এর মান ১৩০