গাণিতিক সমস্যা ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ এর শতকরা কত ক্ষতি হয়?
সানজিদা
একটু যদি সমাধান করে দিতেন খুব উপকৃত হব।
Al Razi
ক এর ক্রয়মূল্য যদি ১০০ টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য ১২০ টাকা। যা খ এর ক্রয়মূল্য। আর খ বিক্রয় করে ক এর ক্রয়মূল্য ১০০ টাকায়। সেখানে খ এর ক্ষতি হয় ২০টাকা। সুতরাং খ এর শতকরা ক্ষতি (২০/১২০)×১০০ = ১৬.৬৬৭%।