কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
নোট
বাংলা ভাষা হাজার বছরের পুরাতন। ধারণা করা হয় বাংলা ভাষার মূল উৎস বৈদিক ভাষা। অনেক পরিবর্তনের মাধ্যমে বঙ্গকামরূপী ভাষা হতে বাংলা ভাষার জন্ম। বঙ্গকামরূপী বিভাজনটি ব্যাকরণবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর করা। পাওয়া তথ্য অনুসারে, ‘চর্যাপদ বা চর্যাগীতি’বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন।