প্রবাদ-প্রবচনঃ আপন বুদ্ধি ছিলো ভালো, পর বুদ্ধিতে পাগল হলো
  • নিজের বুদ্ধিতে কাজ না করে, পরের বুদ্ধির উপর ভরসা করে সে অনুযায়ী কাজ করে বিপদে পরে আফসোস করে এই প্রবাদ বলা হয়।
প্রবাদ-প্রবচনঃ চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পরো ধরা
  • একটু হাস্যরস দিয়ে চুরি করার পরিণাম এর কথা স্মরণ করিয়ে চুরি করতে অনুতসাহিত করা হয়েছে।
প্রবাদ-প্রবচনঃ পোলা হওয়ার খবর নাই হাজমের লগে দোস্তি
  • এক লোকের এখনো ছেলে হয়েনি, কিন্তু হলে তার খতনা করাতে হবে ভেবে এখন থেকেই সে হাজম (সুন্নতে খতনা অথবা মুসলমানি করাবার পেশাদার লোক) এর সাথে বন্ধুত্ব করে রাখছে। কোন কাজের জন্য অতি আগাম প্রস্তুতি নিলে এই প্রবাদ বলা হয়।
বাংলা-প্রবাদঃ আড়াই কড়ার কাসুন্দি হাজার কাকের গোল
  • কোথাও যদি যোগানের তুলনায়, দাবীদারের সংখ্যা বেশী থাকে, সেই পরিস্থিতি বর্ণনা করতে এই প্রবাদ বলা হয়।

প্রবাদ-প্রবচনঃ আপন হাত জগন্নাথ পরের হাত এটো পাত কোন অর্থে ব্যবহৃত হয়?

  • শুধু নিজের জিনিস কে ভালো জ্ঞান করা, এবং অন্যের সম পর্যায়ের জিনিস কে ঘৃনা করার প্রবনতা বোঝাতে এই প্রবাদ বলা হয়।