কালুপুর থেকে কামারপাড়ার দূরত্ব ৭ কি.মি. ৫০০ মিটার। কালুপুর থেকে কামারপাড়া পর্যন্ত পাঁয়ে হেঁটে যেতে জসিমের ২ ঘন্টা সময় লাগে। যদি জসিম পাঁয়ে হেঁটে কালুপুর থকে কামারপাড়া গিয়ে আবার কালুপুর ফিরে আসে তাহলে তার মোট কত দূরত্ব হাঁটা হবে?
নোট
জসিম পাঁয়ে হেঁটে কালুপুর থকে কামারপাড়া গিয়ে আবার কালুপুর ফিরে আসে তাহলে তার মোট ১৫ কি.মি. দূরত্ব হাঁটা হবে।
ব্যাখ্যাঃ
আমরা জানি, ১ কিলোমিটার = ১০০০ মিটার।
সুতরাং, কালুপুর থেকে কামারপাড়ার দূরত্ব (৭ X ১০০০ + ৫০০) = ৭৫০০ মিটার।
কালুপুর থেকে কামারপাড়া আবার কামারপাড়া থেকে কালুপুরের মোট দূরত্ব = (৭৫০০ + ৭৫০০) = ১৫০০০ মিটার।
সুতরাং, ১৫০০০ মিটার = (১৫০০০ ÷ ১০০০) = ১৫ কি.মি.।
সুতরাং, জসিম পাঁয়ে হেঁটে কালুপুর থকে কামারপাড়া গিয়ে আবার কালুপুর ফিরে আসে তাহলে তার মোট ১৫ কি.মি. দূরত্ব হাঁটা হবে।