কম্পিউটার ক্রয়/পণ্য ক্রয়/বেতন প্রদান/ভাড়া প্রদান – কোনটি মূলধনজাতীয় লেনদেন?
নোট
যে ব্যয়গুলো সাধারণত স্থায়ী সম্পত্তি অর্জনে ব্যয় হয় এবং যে সব ব্যয়ের ফলাফল কারবারে দীর্ঘমেয়াদে বিরাজ করে সেগুলোই মূলধনজাতীয় ব্যয়। যেমন: ভূমি ক্রয়, কম্পিউটার ক্রয়, আসবাবপত্র ক্রয়, দালান কোঠা ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, মোটর গাড়ি ক্রয়, সদ্য ক্রয়কৃত পুরাতন যন্ত্রপাতির মেরামত ব্যয়, পুরাতন ট্রাকের জন্য নতুন টায়ার ক্রয় ইত্যাদি।
কম্পিউটার ক্রয়ের ফলে যেহেতু ব্যয়িত অর্থের বিনিময়ে দীর্ঘমেয়াদে ফলাফল লাভ করা যাবে বলে এই ব্যয়িত অর্থকে মূলধনজাতীয় ব্যয় বলে।