আলতাফ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্য়াংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রখেন?
নোট
আলতাফ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্য়াংকে জমা রাখেন। তিনি বছরে ৫০৪০ টাকা ব্যাংকে জমা রখেন।
আলতাফ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা।
প্রতি মাসে তিনি বাসা ভাড়া বাবদ এবং পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন (৩৮০০ + ৫৬৫০) = ৯৪৫০ টাকা।
সুতরাং
১ মাসে ব্যাংকে জমা রাখেন (৯৮৭০ - ৯৪৫০)= ৪২০ টাকা।
১২ মাসে ব্যাংকে জমা রাখেন ( ৪২০ X ১২) = ৫০৪০ টাকা।
সালমা আক্তার
খুব ভালো