বাজারে নতুন পণ্য চালু করার জন্য বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ কোন ধরনের লেনদেন?
নোট
যে সব মুনাফা জাতীয় ব্যয় একটি হিসাব-কালে নিঃশেষ না হয়ে পরবর্তী কয়েকটি হিসাবকালে নিঃশেষ হয় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন, বাজারে নতুন পণ্য চালু করার জন্য বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্যঃ
- এই মুনাফা জাতীয় ব্যয়গুলো বড় অংকের হয়ে থাকে।
- কয়েকটি হিসাব-কালে ভাগ করে দেয়া হয়।
- প্রত্যেক বছরের খরচের অংশ আয়-ব্যয় বিবরণীতে ডেবিট করে দেখানো হয় এবং বাকি অংশ আর্থিক বিবরণীতে সম্পত্তি হিসাবে দেখানো হয়।