৫ শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমে রেজার উচ্চতা ১৪৩ সে.মি., কণার উচ্চতা ১৪৪ সে.মি., সোমার উচ্চতা ১৩৭ সে.মি., সিয়ামের উচ্চতা ১৪৫ সে.মি., বেলার উচ্চতা ১৪০ সে.মি.। ৬ জন শিক্ষার্থীর মধ্যে বেশি উচ্চতার ২ জন এবং কম উচ্চতার ২ জন শিক্ষার্থীর গড়ে পার্থক্য কত?
নোট
সবচেয়ে বেশি উচ্চতার ২ জন শিক্ষার্থীর উচ্চতা হচ্ছে ১৪৫ সে.মি. ও ১৪৪ সে.মি.।
সুতরাং, বেশি উচ্চতার ২ জন শিক্ষার্থীর মোট উচ্চতা (১৪৫ + ১৪৪) = ২৮৯ সে.মি.
সুতরাং, বেশি উচ্চতার ২ জন শিক্ষার্থীর গড় উচ্চতা (২৮৯ ÷ ২) = ১৪৪.৫ সে.মি.
আবার, কম উচ্চতার ২ জন শিক্ষার্থীর উচ্চতা হচ্ছে ১৩৭ সে.মি. ও ১৪০ সে.মি.।
সুতরাং, কম উচ্চতার ২ জন শিক্ষার্থীর মোট উচ্চতা (১৩৭ + ১৪০) = ২৭৭ সে.মি.
সুতরাং, কম উচ্চতার ২ জন শিক্ষার্থীর গড় উচ্চতা (২৭৭ ÷ ২) = ১৩৮.৫ সে.মি.।
সুতরাং, গড়ের পার্থক্য (১৪৪.৫ - ১৩৮.৫) = ৬ সে.মি.।