কার্যপত্র হিসাবচক্রের কোন ধরনের ধাপ?
Topic: হিসাবের বইসমূহ
‘মোট ডেবিট সর্বদাই মোট ক্রেডিটের সমান’ – এটা দুতরফা দাখিলা পদ্ধতির কী?
C/F – এর পূর্ণরূপ কী?
বহুঘরা অগ্রদত্ত নগদান বইয়ের প্রধান বৈশিষ্ট্য কী?
বিক্রয় জাবেদায় লেখা হয় –
দুঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ডেবিট উদ্বৃত্ত –
খুচরা নগদান বইয়ের সমাপনী উদ্বৃত্ত কী নির্দেশ করে?
সকল লেনদেনের চূড়ান্ত গন্তব্যস্থল কোনটি?
জাবেদা বই/নগদান বই/খতিয়ান বই/আন্তঃফেরত বই কোনটির মাধ্যমে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ ও বাস্তবায়ন সম্পন্ন হয়?
খতিয়ানের আধুনিক ছককে চারঘরা খতিয়ান ছক বলার কারণ কী?
নিট ক্ষতির জন্য সমাপনী জাবেদা হবে কোনটি?
জাবেদায় হিসাবচক্রের কোন ধাপটি সম্পন্ন হয়?
“জার্নাল” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
একঘরা নগদান বইতে কী ধরনের উদ্বৃত্ত হয়?
কিসের উপর ভিত্তি করে খতিয়ান লেখা হয়?
ব্যবসায়ের কোনো পণ্য চুরি বা নষ্ট হয়ে গেলে ডেবিট হবে –
ক্রয় ও পাওনাদার/ক্রয় ও দেনাদার/ক্রয় ও বিক্রয়/দেনাদার ও পাওনাদার কোনটি থেকে সহকারী খতিয়ান প্রস্তুত করা হয়?
ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায় –
ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে –
কোন বইকে হিসাব বইয়ের রাজা বলা হয়?
আদায়কৃত ভ্যাট হতে প্রদত্ত ভ্যাটের পার্থক্যকে কী বলে?
দাগকাটা চেকের মাধ্যমে শেয়ারের লভ্যাংশ আদায় হলে ক্রেডিট হবে কোন হিসাব?