যদি ২০০৭ সালে আয়কর কম দেখানো হয়, তবে পরবর্তী সালের মুনাফায় এর প্রভাব কি হবে?
                            
            
                        
                    Topic: হিসাববিজ্ঞান পরিচিতি বিষয়ক নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
কোন কোম্পানীর নীট বিক্রয় ৫,০০,০০০ টাকা, চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা, গড় মোট সম্পত্তি ২০,০০,০০০ টাকা এবং নীট মুনাফা১,০০,০০০ টাকা। উক্ত কোম্পানীর সম্পত্তির উপর মুনাফার হার কত?
                                    অগ্রীম প্রদত্ত খরচ একটি ____।
                            
            
                        
                    
                                    কোনটি মূলধনের অংশ?
                            
            
                        
                    
                                    কোনটি সাধারণত স্বল্প-মেয়াদী তারল্যেও পরিমাপক হিসেবে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ?
                            
            
                        
                    
                                    বিক্রয়ের উপর মূসক কোন ধরনের আইটেম?
                            
            
                        
                    
                                    কোনটি কখনো সমাপনী উত্তর রেওয়ামিলে যায় না?
                            
            
                        
                    ৭৫০ টাকার পণ্য ২/১০, n/৩০ শর্তে জুন মাসের ১৩ তারিখে বাকীতে বিক্রয় করা হয়েছে। জুনের ১৬ তারিখে ৫০ টাকার পণ্য ফেরত আসে। জুনের ২৩ তারিখে সম্পূর্ণ পাওনা প্রাপ্তি সাপেক্ষে কত টাকা প্রাপ্ত হয়েছিল?
                                    কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়?
                            
            
                        
                    
                                    উদ্বৃত্তপত্র এবং লাভ-ক্ষতি হিসাব প্রস্তুতের জন্য ১৯৯৪ সালের কোম্পানী আইনের কোন তফসিলে এর নির্দেশনা ব্যাখ্যা করা হয়েছে?
                            
            
                        
                    
                                    হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী উদ্বৃত্তপত্রের দেনাদারের নিকট আদায়যোগ্য মূল্য দেখানো হয়?
                            
            
                        
                    
                                    কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ?
                            
            
                        
                    
                                    একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয়, মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন। এটা কোন ধরনের ভুল?
                            
            
                        
                    
                                    কোনটি মুনাফা অনুপাত?
                            
            
                        
                    
                                    যদি বাকীতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট হতে ফেরত আসে, তবে সাধারণত কোন বহিতে লিপিবদ্ধ করা হয়?
                            
            
                        
                    
                                    চলতি সম্পত্তি লিপিবদ্ধ করা হয় কিসের ভিত্তিতে?
                            
            
                        
                    
                                    অভ্যন্তরীণ সত্তা কোনটি?
                            
            
                        
                    ৩১ শে ডিসেম্বর ২০১০ স্টোনল্যান্ড কোম্পানির সম্পত্তি ৩,৫০০ টাকা এবং স্বত্বাধিকারী ২,০০০ টাকা। স্টোনল্যান্ড কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১০ এর দায় টাকায় কত হবে?
                                    যে আর্থিক বিবরণীতে সম্পত্তি, দায় ও সত্ত্বাধিকারী লিপিবদ্ধ করা হয়, তা কি?
                            
            
                        
                    
                                    সমাপনী দাখিলা জাবেদা এবং খতিয়ানভুক্ত করার পর কোন হিসাবটির ব্যালেন্স শূন্য হয়?
                            
            
                        
                    
                                    আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যদি হিসাবের সমন্বয় করা না হয়, তা হলে আয়ের উপর তার কি প্রভাব হবে?
                            
            
                        
                    প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ টাকা, বছরের মাঝখানে বিনিয়োগ ৩,০০,০০০ টাকা, মালিকের উত্তোলণ ৫০,০০০ টাকা এবং বছরের শেষে মুলধন ৭,০০,০০০ টাকা। বছরের মুনাফা কত টাকা?
