সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য কোন নীতি?
Topic: হিসাববিজ্ঞানের মূলনীতি
আয়ের বিপরীতে ব্যয়কে চার্জ করা হয়, কোন নীতির জন্য?
ব্যবসায় ও মালিককে একই স্বত্ত্বা হিসাবে গণ্য কোনটির সাথে অসামঞ্জস্য?
স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে কোন ধারণাটি কাজ করে?
আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়, কোন নীতি অনুসারে?
”আয় হল সম্পত্তির অন্তঃ প্রবাহ, নগদ টাকায় হতে হবে এমন নয়”- কোন নীতির কারণে বলা হয়?
আয় স্বীকৃতি নীতি অনুসারে আয় কোনটি?
সম্পত্তি তার অর্জন মূল্যে লিপিবদ্ধ হবে, কোন নীতির কথা?
কোন ধরণের হিসাব গুলোকে হিসাবকাল ধারণা অনুসারে বন্ধ করা হয়?
স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধরা হয় কোন নীতির কারণে?
কোনটির কারণে স্থায়ী সম্পত্তির উপর অবচয় হিসাবভুক্ত করা হয়?
যন্ত্রপাতির ক্রয় মূল্যের উপর অবচয় ধরা হয় কোন নীতির জন্য?
প্রতি বছর একই পদ্ধতিতে অবচয় না ধরার কারণে কোনটির সাথে সামঞ্জস্যহীন হবে?
বিক্রয়যোগ্য সিকিউরিটিজকে বাজারমূল্যে বা ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি অনুযায়ী হিসাবভুক্ত করতে হয় কোনটির কারণে?
উদ্যোগক্তার উদ্ভাবনী শক্তির আনুমানিক মূল্য হিসাবভুক্ত হয় না কোনটির কারণে?
কোন নীতি অনুসারে সম্পত্তির অবচয় মুনাফার বিপরীতে চার্জ করা হয়?
আসবাবপত্র ক্রয় ৫,০০,০০০ টাকা বহন খরচ ১৫,০০০ টাকা। এই লেনদেনটি লিপিবদ্ধ করণে কি প্রভাব ফেলবে?
চলতি সম্পত্তি মূল্যায়ণ করার জন্য রীতিগত ভিত্তি কোনটি?
আয়-ব্যয় সংযোগ নীতিকে বলা হয় কোনটিকে?
সমন্বয়নীতি অনুসারে ব্যয় বলতে কি বুঝায়?
অবচয় সঞ্চিতি সৃষ্টি করা হয় কোনটির অনুযায়ী?
অফিসের জন্য ৫টি স্কেল ক্রয়-সম্পত্তি হিসাবের পরিবর্তে ক্রয় হিসাবে দেখানো হয় কোনটির কারণে?