১৯৯৯ সালের জুলাই মাসে টোগোর রাজধানী লোমোতে এক শান্তিচুক্তি স্বাক্ষর করে সিয়েরালিয়নের আরইউএফ এর নেতা যাকে উপরাষ্ট্রপতির পদ দেয়া হয় তিনি কে?
Topic: সিয়েরালিওন
সিয়েরালিয়নের উগ্রপন্থী সংগঠনটির নাম কি?
সিয়েরালিওন স্বাধীনতা পায় কবে?
সিয়েরালিওনের সীমান্তবর্তী দেশদুটো কি কি?
১৯৯১ সালে সিয়েরালিওনে গৃহযুদ্ধের সূচনাকারী সংগঠনটির নাম কি?
সিয়েরালিওনে প্রথম গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হয় কবে?
সিয়েরালিওনের শীর্ষ বিদ্রোহী নেতার নাম কি?
বর্তমানে সিয়েরালিওনের বিদ্রোহী দল কোনটি?
১৯৯৬ সালে সিয়েরালিওনের বিদ্রোহী গ্রুপ ও সরকারের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হবার পরও তা কার্যকর হয়নি। বিদ্রোহীরা শান্তিচুক্তি করলে পুণরায় নতুন করে সংঘর্ষের শুরু হয় কবে?
১৯৯৮ সালে স্যামবোকারীর নেতৃত্বে বিদ্রোহী গ্রুপ সিয়েরালিওনের রাজধানী ফ্রি টাউন আক্রমনের হুমকি দিলে ক্ষমতাসীন কাবাহ কোন দেশ থেকে এক হাজার সৈন্য বৃদ্ধির মাধ্যমে কোয়ালিশন ডিফেন্স ফোর্সের শক্তি বৃদ্ধি করে?