সালেহা বেগম ৫ % সুদে ১০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলে কত বছরে তা দ্বিগুণ হবে?
Topic: সময় নির্ণয়
মি. খালেদ ৯% সুদে ৮৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখল। কত বছরে তিনি দ্বিগুণ পাবেন?
একটি ১০০ মিটার লম্বা তৈলাক্ত বাঁশ দন্ডায়মান আছে। একটি বানর উক্ত বাঁশ বেয়ে মিনিটে ৬ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ৪ মিটার নেমে আসে। বানরটির বাঁশের চূড়ায় উঠতে কত সময় লাগবে?
কিছু টাকা ৮% লাভে বছরে লাভ-আসলে ১৮৯০ টাকা হয়। কত বছরে তা লাভে-আসলে ২০৪০ টাকা হবে?
দুই ব্যাক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যাক্তি দ্বিতীয় ব্যাক্তির তুলনায় দ্বিগুণ কাজ করতে পারেন। দ্বিতীয় ব্যাক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিলোমিটার। নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে । একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে?
রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
বার্ষিক মুনাফার হার ১০% হলে, কত বছরে X টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে?