একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ২। যদি পানি অপেক্ষা দুধুর পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
Topic: সমানুপাত
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। কও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক কোণক, একটি অর্ধ গোলক ও একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। তাদের আয়তনের অনুপাত কত হবে?
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
দুটি গোলকের আয়তনের অনুপাত ৬৪ঃ১২৫, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ঃ২, বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত হবে?
৫ঃ১৮, ৭ঃ২ এবং ৩ঃ৬ এর মিশ্র অনুপাত কত?
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ কররে অনুপাতটি হয় ২ঃ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
একটি ব্যবসায় ক, খ ও গ এর মূলধন যথাক্রমে ৩২, ৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট ৩০ টাকা লাভ হলে ক-এর লাভ কত?
৪৯৫ টাকাকে ২ঃ৪ঃ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭ঃ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ঃ৭ হবে?
২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ঃ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ঃ৪ হবে?
এক ভাই ও বোন তাদের সংগৃহিত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫ঃ৩ অনুপাতে ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩ঃ১ঃ১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকেট পাবে?
৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ঃ১। এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ২ হবে?
৩, ৯ ও ৪-এর চতুর্থ সমানুপাতী কোনটি?
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ঃ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ঃ৭ হলে, করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
কঃখ = ৩ঃ৫ এবং খঃগ = ৪ঃ৭ হলে, কঃগ = কত?
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণের আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?
কিছু টাকা ক, খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হল। যাতে ক-এর অংশ খ-এর দ্বিগুণের সমান ও খ এর অংশ গ এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত?
টিপুর বোনের বয়স ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স ১২ বছর। বাবার বয়স ৪৮ বছর হলে, বোনের বয়স কত?