ভাড়া হিসাবে ৭,৫০০ টাকা ডেবিট জের ছিল। বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ২,৫০০ টাকা পরবর্তী বৎসরের সাথে সম্পর্কিত, এই সমন্বয়েরে জন্য জাবেদা কি হবে?
  • পূর্বপ্রদত্ত ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট
কু-ঋণ খরচ হিসাব ডেবিট ৬৩৫ টাকা, কু-ঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট ৬৩৫ টাকা। উল্লেখিত সমন্বয় জাবেদা লিখনটির জন্য সর্বোত্তম ব্যাখ্যা নির্বাচন কর।
  • কু-ঋণ সঞ্চিতি
রেওয়ামিলে সম্ভারের উদ্বৃত্ত ১,৩৫০ টাকা ও সম্ভার খরচ ০ (শূণ্য) দেখায়। হিসাবকাল শেষে যদি হাতে ৮০০ টাকার সম্ভার থাকে তবে সমন্বয় জাবেদা কি হবে?
  • সম্ভার খরচ ডেবিট ৫৫০ টাকা, সম্ভার ক্রেডিট ৫৫০ টাকা
১ জানুয়ারী, ২০০ তারিখে যদি জমাকৃত মুনাফা হিসাবের জের ৬৩,০০০ টাকা হয় এবং কোম্পানি ২,০০০ সালে নীট ক্ষতির পরিমাণ ১২,০০০ টাকা হয়, তবে সমাপনী দাখিলায় কি অন্তর্ভুক্ত হবে?
  • জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ১২,০০০ টাকা
আর্থিক বছরের শেষে বকেয়া বেতনের সমন্বয় এন্ট্রি অসর্তকতার কারণে বাদ পড়েছে। এ ভুলের কারণে কি হবে?
  • বছরের খরচ কম দেখানো হবে
  • বছরের নীট আয় বেশী দেখানো হয়
  • বছরের শেষে দায় কম দেখানো হবে
  • বছরের কর বেশী দেখানো হয়