মুদি দোকানের মালিক শাহাজাহানের অধীনে দু’জন কর্মচারি নিয়োগ করে কাজ পরিচালনা করছেন। এটি কী ধরনের সংগঠন?
Topic: সংগঠিতকরণ
প্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশের জ্ন্য কোন সাংগঠনিক কাঠামো অধিকতর কার্যকর?
কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবক কে?
তদন্ত কমিটি/নির্বাহী পর্ষদ/তদন্ত কমিটি/সমন্বয় কমিটি – কোনটি অস্থায়ী প্রকৃতির কমিটি?
একজন কর্মী একাধিক ঊর্ধ্বতন থেকে আদেশ পেলে কোন নীতির ব্যঘাত ঘটে?
দায়িত্ব ও জবাবদিহিতা নির্ধারণকে কী বলে?
ছোট আয়তনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের সংগঠন উপযোগী?
কর্মীর দায়িত্ব কর্তৃত্বের সীমারেখা কোনটির দ্বারা নির্ধারিত হয়?
“Two heads are better than one” বাক্যটি নির্দেশ করে –
সেনাবাহিনীতে কোন শ্রেণির সংগঠন কাঠামো বিদ্যমান?
মি. অপু একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তিনি প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে পর্যবেক্ষকের দায়িত্ব পরিচালনা করেন। এটি কোন ধরনের সংগঠন?
ব্যবস্থাপক জুহের খন্দকার তার প্রতিষ্ঠানের কর্মীগণ কে, কাকে, কীভাবে নিয়ন্ত্রণ করবে তার নির্দেশন দিয়ে থাকেন। এর মাধ্যমে তিনি কোন কাজটি করেছেন?
যে সংগঠন চিত্রে পদমর্যাদার বিভিন্ন বিভাগীয় নির্বাহী ও অধঃস্তনদের একই বৃত্তে নির্দিষ্ট দূরত্বে বিন্যাস করে দেখানো হয় তাকে কি বলে?
রাব্বী হোসেনের প্রতিষ্ঠানের নির্বাহীগণ সকল কাজে প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকে। এতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কোনটি অর্জন করতে পারবে?