একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
Topic: শতকরা নির্ণয়
প্রতি বছর কোনো শহরে লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট জনসংখ্যা কত?
একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে। ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছাত্র-ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল?
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
একটি গ্রামের লোক সংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে, পূর্বের লোকসংখ্যা কত ছিল?
একটি গ্রামের লোক সংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে, পূর্বের লোকসংখ্যা কত ছিল?
একটি গ্রামের লোক সংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে, পূর্বের লোকসংখ্যা কত ছিল?
একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে?
কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজীতে পাশ করেছে। ইংরেজীতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
রুণার আয় দিনার আয় অপেক্ষা ২৫% বেশি। দিনার আয় রুণার আয় অপেক্ষা শতকরা কত কম?
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যো চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
পূর্ববর্তী বছরের তুলনায় ২০১০ সালে চালের মূল্য ১০% বৃদ্ধি পায়। ২০১১ সালের মূল্য ৫% হ্রাস পায়। ২০০৯ সালে তুলনায় ২০১১ সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে?
২০০৮, ২০০৯ ও ২০১০ সালে যদি একজন শ্রমিক পরবর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ১০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?
৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে, শতকরা কতজন পাস করল?
গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
১৫, ৬ এর ৮% কত?
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যের ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ১২% লাভ হবে?
এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা। ঐ বাৎসরিক আয় কত টাকা?
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?