একটি প্যান্ট ও একটি শার্ট মূল্য একত্রে ৫২৫ টাকা। যদি শার্টের মূল্য ১০% বাড়ে ও প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে। শার্ট ও প্যান্টের প্রতিটির পূর্বমূল্য নির্ণয় কর।
  • ৩৫০ টাকা
মুনিয়া ৫০ টাকা দরে ১০ ডজন কলম ক্রয় করে এবং ৪০ টাকা দরে ১৫ ডজন অন্য এক প্রকার কলম ক্রয় করে। প্রতি ডজন কলম কি দরে বিক্রয় করলে তা ডজন প্রতি ২০ টাকা লাভ হবে?
  • ৬৪ টাকা
একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তার কত লাভ হবে?
  • ১২%
কোনো রেডিওর দোকানে মূল্য তালিকায় প্রত্যেক রেডিওর মূল্য ৩০% বাড়িয়ে লেখা হয় এবং নগদমূল্যে বিক্রয় লিখিত মূল্য থেকে ১০% কমে বিক্রয় করা হয়। এতে শতকরা কত লাভ হয়?
  • ১৭ টাকা
একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর ১০% কমিশন দিয়ে বিক্রয় করায় ২০% লাভ হলো। ক্রয়মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল?
  • ৩৩(১/৩)%