রেওয়ামিলের ক্রেডিট দিকে ৫,৫০,০০০ টাকা কম আছে। কিন্তু ক্রেডিট দিকে মূলধন নামে কোন এন্ট্রি বা হিসাব নাই। এ ক্ষেত্রে পার্থক্যটি কোন নামে হিসাব ভুক্ত হবে?
Topic: রেওয়ামিল হিসাব বিষয়ক নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
স্থায়ী আমানতের সুদ প্রাপ্ত রেওয়ামিলের কোন পাশে দেখানো হয়?
ধারে বিক্রয় করার ক্ষেত্রে বিক্রয় হিসাবকে ডেবিট ও দেনাদার হিসাবকে ক্রেডিট করায় কোন ভুল হল?
পেপার নোটস, বন্ড, সঞ্চিতি তহবিলে বিনিয়োগ, প্রাইজ বন্ড প্রভৃতি রেওয়ামিলের কোন পাশের এন্ট্রি?
উৎপালের কাছ থেকে ৫০,০০০ টাকা আদায় করে উত্তমের হিসাবকে ক্রেডিট করা হয়েছে, ভুলটি কোন প্রকৃতির?
মি. মিঠুর কাছ থেকে পাওয়া গেল ৫০,০০০ টাকা এ লেনদেনটির জন্য শুধুমাত্র নগদান হিসাবে ৫,০০,০০০ টাকা লিখা হয়েছে। অন্য সবঠিক মত লিখা হয়েছে।
ভুলটির ফলে রেওয়ামিলের দু পাশের পার্থক্য কত হবে?
তামান্নার কাছে জয়কলি পাবলিকেশন্সের পাওনা ৩০,০০,০০০ টাকার জন্য দিক-দর্শন প্রকাশনার হিসাবকে ভুলবশত রেওয়ামিলের ক্রেডিট দিকে ৩,০০,০০০ টাকায় লেখা হয়েছে।
ভুলটির জন্য রেওয়ামিলের যোগফলের পার্থক্য কত হবে?
হাসানের কাছ থেকে ৫০,০০০ টাকা পেয়ে ভুল বশত উত্তমের হিসাব ক্রেডিট করা হয়েছে। ভুলটি কোন ধরণের?
একটি হিসাবের জের ১,৫০০ টাকা। যা ভুল পার্শ্বে দুবার লেখা হয়েছে। অন্যসব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের যোগফলের পার্থক্য কত হবে?
একটি খতিয়ান হিসাবের জের ২,৫০০ টাকা। যা রেওয়ামিলের সঠিক পাশে দুই বার লেখা হয়েছে। অন্যসব কিছু ঠিক থাকলে, যোগফলের পার্থক্য কত হবে?
একটি হিসাবের ডেবিট জের আছে ৩,২২,০০০ টাকা যা রেওয়ামিলের ডেবিট পাশে লেখা হয়েছে- ২,৩২,০০০ টাকা।
অন্য সব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের যোগফলের পার্থক্য কত হবে?
আসবাবপত্র ক্রয় যদি মাল ক্রয় হিসাবে ডেবিট করা হয়। এটা কোন ধরণের ভুল?
একটি ভুল সংশোধন করার সময় কখন একটি অনিশ্চিত হিসাব ডেবিট বা ক্রেডিট করা হয়?
কোন ভুলটি রেওয়ামিলের মাধ্যমে উদ্ঘাটিত হবে?
অনিশ্চিত হিসাবে একটি বড় ধরণের জের থাকলে কি করা হবে?
কোন ভুলটি হলে রেওয়ামিল না মেলার সম্ভবনা থাকে?
একটি হিসাবের জের ৪২ টাকা যা রেওয়ামিলে ভুল পার্শ্বে বসানো হয়েছে, অন্য সবকিছু যদি সঠিক হয় তবে রেওয়ামিলের দুই পাশের পার্থক্য কত হবে?
একটি হিসাবের জের ১২০ টাকা যা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সব কিছু সঠিক হলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
যদি কোন রেওয়ামিলের যোগফল না মিলে তবে যোগফলের ব্যবধান অবশ্যই কোথায় অন্তর্ভুক্ত করতে হবে?
একটি রেওয়ামিল প্রস্তুত করার প্রাথমিক উদ্দেশ্য কি?
একটি হিসাবের জের ৮০ টাকা যা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সব কিছু সঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
কোনটি করণিক ভুল নয়?