মি. রতন ৬ বছর পর ব্যাংক থেকে ৭০,০০০ টাকা পাবে। বাট্টার হার ১২% হলে সে কত টাকা জমা রেখেছে?
Topic: মেয়াদান্তে প্রাপ্য
জনাব শফিক ১৫% চক্রবৃদ্ধি সুদে প্রিতম ব্যাংকে ৫০০ টাকা জমা রাখলেন। ৫ বছর পর তার জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
জনাব ওয়াশিক মাহী ২০০১ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বছরের শেষে ২,০০০ টাকা করে পরবর্তী ৫ বছর ব্যাংকে জমা দিবেন। ব্যাংক তাকে ১০% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে।
৫ বছর পর মাহীর ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
হাবিবুল্লাহ একটি বোলিং একাডেমী স্থাপনের জন্যে প্রতি বছর ১০,০০০ টাকা করে IFIC ব্যাংকে কিস্তিতে জমা রাখছন। IFIC ব্যাংক ১৫% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।
৬ বছর পর হাবিবুল্লাহর জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
মি. বসির ১৫% হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে ৮,০০০ টাকা জনতা ব্যাংকে জমা রাখেন । ৩ বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে?