একটি আয়তকার জমির ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার। এর প্রস্থ ২২.৫ মিটার। প্রতি বর্গমিটার জমি চাষ করতে ৯.৫ টাকা খরচ হলে সম্পূন্য জমি চাষ করতে মোট কত টাকা খরচ হবে?
  • ৬৯২৫.৫০ টাকা।
একটি ট্রন প্রতি সেকেন্ডে ০.০২ কিলোমিটার পথ অতিক্রম করে। ঢাকা থেকে ব্রাক্ষ্মণবাড়িয়ার দূরত্ব ১২৫.৫ কিলোমিটার। উক্ত ট্রেনে চড়ে ব্রাক্ষ্মণবাড়িয়া গিয়ে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
  • ৩.৪৮৬ ঘন্টা।
একটি ট্রন প্রতি সেকেন্ডে ০.০২ কিলোমিটার পথ অতিক্রম করে। ঢাকা থেকে ব্রাক্ষ্মণবাড়িয়ার দূরত্ব ১২৫.৫ কিলোমিটার। ব্রাক্ষ্মণবাড়িয়া যেতে ও ফিরে আসতে ট্রেনটিকে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হয়?
  • ২৫১০০০ মিটার।
একজন শিক্ষক ৪৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.৩৫ মিটার করে ফিতা দিলেন। প্রতি মিটার ফিতার মূল্য ১০ টাকা। প্রত্যেক শিক্ষার্থী কত টাকার ফিতা পেল?
  • ৩.৫০ টাকার।
একজন শিক্ষক ৪৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.৩৫ মিটার করে ফিতা দিলেন। প্রতি মিটার ফিতার মূল্য ১০ টাকা। তিনি মোট কত টাকার ফিতা দিলেন?
  • ১৫৭.৫০ টাকার।
একজন শিক্ষক ৪৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.৩৫ মিটার করে ফিতা দিলেন। প্রতি মিটার ফিতার মূল্য ১০ টাকা। তিনি মোট কত মিটার ফিতা দিলেন?
  • ১৫.৭৫ মিটার।
১ কেজি চিনির দাম ৪৭.৭৫ টাকা। আরমান ৭ কেজি চিনি কিনে দোকানদারকে ৫০০ টাকা দিলেন। যদি চিনির দাম প্রতি কেজি ৫৭.২৫ টাকা হতো তাহলে আরমান ৫০০ টাকা দিয়ে মোট কত কেজি চিনি পেত।
  • ৮.৭৩৩.. কেজি চিনি।
একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তার কাছে মোট ৩১.৬৮ মিটার ফিতা ছিল। অবশিষ্ট ফিতা তিনি আর কতজন শিক্ষার্থীকে দিতে পারবেন?
  • ৫৭ জন শিক্ষার্থীকে।
একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তার কাছে মোট ৩১.৬৮ মিটার ফিতা ছিল। শিক্ষক শিক্ষার্থীদের মোট কত মিটার ফিতা দিলেন?
  • ১৮ মিটার ফিতা।
একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তার কাছে মোট ৩১.৬৮ মিটার ফিতা ছিল। ১০ জন শিক্ষার্থীর কত মিটার ফিতা পাবে?
  • ২.৪ মিটার ফিতা।