ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্য কি?
Topic: ব্যাংক বিবরণী
ব্যাংক ব্যবসা মূলত কিসের উপর নির্ভরশীল?
বর্তমানে বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানে অধিকাংশ লেনদেন সম্পাদিত হয় কোথায়?
ব্যাংক শব্দটি উদ্ভব হয়েছে ইতালীয় কোন শব্দ থেকে?
ব্যাংক কি?
চেক কি?
সাধারণত চেক কত প্রকার?
আমানতকারী কর্তৃক ব্যাংকে টাকা জমা দেয়া, টাকা উত্তোলন প্রভৃতি হিসাবের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় কোথায়?
চেকের মাধ্যমে টাকা পরিশোধ করলে ব্যাংকের বইয়ে কোন জাবেদা হবে?
দেনাদারের নিকট থেকে চেক প্রাপ্তি ব্যাংকের বইয়ে কোন জাবেদা হবে?
জমাতিরিক্ত উত্তোলনের উপর সুদ ধার্য করলে ব্যাংকের বইয়ের জাবেদা এন্ট্রি কি হবে?
ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান করলে ব্যাংকের বইয়ে কোন জাবেদা এন্ট্রি হবে?
প্রদেয় বিলের টাকা চেকের মাধ্যমে পরিশোধ করলে আমানতকারীর বইয়ে কোন জাবেদা হবে?
ব্যাংক মক্কেলের নামে সংরক্ষিত লেনদেনসমূহের হিসাব বিবরণী বা Statement of Account বলা হয় কোনটিকে?
ব্যাংক সমন্বয় বিবরণী কি?
দু তরফা দাখিলা হিসাব চক্রের ধাপ বা স্তর নয় কোনটি?
নির্দিষ্ট তারিখে বা তারিখের মধ্যে নগদান বইয়ের ব্যাংক কক্ষে লেখা হয়েছে অথচ পাশ বইয়ে লেখা হয়নি। এর জন্য নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও পাশ বইয়ের জেরের মধ্যে কি হবে?
পরিবহনাধীন বা ট্রানজিট জমা সমূহ ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির সময় পাস বই অনুযায়ী প্রাপ্ত জেরের মধ্যে কি করতে হবে?
বকেয়া চেক সমূহ, ব্যাংকের ভুল যার কারণে ব্যাংকের জের বেশী দেখানো হয়েছে প্রভৃতি, ব্যাংক জের অনুসারে কি দেখাতে হবে?
ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিল, যা নগদান ভুক্ত হয় নি তা কিভাবে সমন্বয় হবে?
মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন যা নগদান ভুক্ত হয়নি। ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে?
ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ‘ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাবে সরাসরি জমাকে কি করতে হয়?