ব্যাংক পাস বই থেকে কী জানা যায়?
Topic: ব্যাংক ও গ্রাহক
বাংলাদেশ ব্যাংকের কর্মকান্ডকে বিভাগভিত্তিক কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
সাধারণত কোন ধরনের চেককে দাগকাটা চেক বলা হয়?
ব্যাংকের কাছ থেকে গ্রাহক ঋণ নিলে ব্যাংক –
মুদ্রা জারি করা/ঋণ নিয়ন্ত্রণ/ক্লিয়ারিং হাউজ/ঋণ প্রদান কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজের বহির্ভূত?
রুপম ও স্বপন দুই বন্ধু । তাদের দুইজনের – ই অগ্রনী ব্যাংকে হিসাব আছ। সম্প্রতি রুপম দেউলিয়া ঘোষিত হয় এবং স্বপন দেশের বাইরে চলে যায়। ফলে তাদের কারও ব্যাংক হিসাবই এখন আর চালু নেই।
স্বপনের সাথে ব্যাংক হিসাব চালু না থাকার কারণ কি?
রুপম ও স্বপন দুই বন্ধু । তাদের দুইজনের-ই অগ্রনী ব্যাংকে হিসাব আছে। সম্প্রতি রুপম দেউলিয়া ঘোষিত হয় এবং স্বপন দেশের বাইরে চলে যায়। ফলে তাদের কারও ব্যাংক হিসাবই এখন আর চালু নেই।
রুপমের ব্যাংক হিসাব চালু না থাকার কারণ কি?
কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় থাকা বাঞ্ছনীয় কেন?
কোনটি গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব?
বন্ধকি ঋণের মাধ্যমে ব্যাংকের সাথে মক্কেলের কোন ধরনের সম্পর্কে সৃষ্টি হয়?
প্রায়শই ঋণ সুবিধা প্রত্যাশা করেন এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম?
একতা ব্যাংক তার মক্কেলের হয়ে স্বর্ণালঙ্কার জমা রাখে। এখানে একতা ব্যাংক তার মক্কেলের কী হিসাবে কাজ করে?
ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় কীসের মধ্য দিয়ে?
ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ের একজন সাধারণ গ্রাহকের নিকট কোনটি কম গুরুত্বপূর্ণ ?
ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে কখন?
আমানতকারী কর্তৃক ব্যাংকের ওপর লিখিত আদেশকে কী বলে?
মক্কেলের প্রাপ্য সুদ স্বয়ংক্রিয়ভাবে হিসাবে জমা রাখে কোন প্রতিষ্ঠান?
কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস?
বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন?
গ্রাহক চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কীভাবে পাওনা উদ্ধার করবে?
প্রস্তুত তারিখের কত মাস পার কোনো চেক বাসি চেক বলে পরিগণিত হয়?