Topic: ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
জনাব মনসুর আলী আসন্ন বৈশাখী মেলার চাহিদার কথা চিন্তা করে একটি জামদানি শাড়ির দোকান দেয়ার চিন্তা করলেন। এটি কী হিসেবে পরিচিত হবে?
মুনাফা/ফলাফল/সুনাম/জনপ্রিয়তা কোনটি অর্জিত না হওয়া পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
আত্মবিশ্বাসচ/উদ্ভাবনী ক্ষমতা/পুঁজি সংগ্রহের দক্ষতা/ঝুঁকি এড়ানোর মানসিকতা কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়?
উদ্যোগ/ব্যবসায় উদ্যোগ/সামাজিক উদ্যোগ/শিল্পেদ্যোগ কোনটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে?
উদ্যোগ/চাকরি/সমাজ/সেবা/রাজনীতি কোনটি মানুষের সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে?
উদ্যমী/অধ্যবসায়ী/সৃজনশীল/বয়স কোনটি উদ্যোক্তার গুণাবলি নয়?
মি. মমসাদ তার কারখানা উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন। কারণ বাজারে প্রতিযোগিতা অনেক বেড়েছে। একই কারণে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারলেন না।
মি. মমসাদের উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনাকে কী বলা হয়?