২০১১ সালের ১লা মার্চ জনাব টুটুলের ব্যাংকে জমা ছিল ২৫,০০০ টাকা। এপ্রিল ১৫ তারিখে জনাব খোকনের কাছ থেকে ২০,০০০ টাকার একটি চেক পাওয়া গেল। ১৬ এপ্রিল তারিখে চেকটি ব্যাংকে জমা দিল। ২০ এপ্রিল তারিখে চেকটি প্রত্যাখ্যাত হল।

২০ এপ্রিল তারিখ টুটুলের ব্যাংকে উদ্বৃত্ত কত টাকা ছিল?

  • ২৫,০০০ টাকা ডেবিট

মি. কামাল ২০১০ সালের ১লা মে তারিখে মি. জামালের নিকট হতে ৪ মাস পরে দেয় ৫০০ টাকার একটি প্রাপ্য বিল প্রায় সে উক্ত বিলটি ১লা মে তারিখে বার্ষিক ১২% হারে ব্যাংকে বাট্টা করলে বাট্টার পরিমাণ কত?

  • ২০ টাকা
বিনিময় বিলের বৈশিষ্ট্য কোনটি?
  • নিঃশর্ত নির্দেশনামা
  • সর্বাবস্থায় লিখিত
  • নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশনামা
  • নির্দিষ্ট সময়ান্তে পরিশোধের নির্দেশনামা