কোনো ক্লাসে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় মোট ১৬০০ টাকা হলো। ঐ ক্লাসে ছাত্র সংখ্যা কত?
Topic: বর্গমূল
একটি ব্যাগে ৭২টি সবুজ এবং ১০৮টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো, যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে?
৩০ বর্গ ফুট একটি ঘরের মেঝে ঢাকতে ৫ ফুট চওড়া কার্পেটের ৩০ টি লাগে। কার্পেটটি কত লম্বা?
৫০ জন পুরুষ ও মহিলার মধ্যে ১৭০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন প্রত্যেক পুরুষ ৩.৫০ টাকা ও প্রত্যেক মহিলা ৩.২৫ টাকা পায়। পুরুষ ও মহিলার সংখ্যা নির্ণয় করুন।
৫৫০ হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ৩২০ কে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে?
কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা ৯, ১৫ ও ২৫ দ্বারা বিভাজ্য?
ক^২=১৬, খ^২=২৫ হলে, ক.খ এর মান কত হবে?
০.০০০১ এর বর্গমূল কত?
দুইটি ক্রমিক পূর্ণ সংখা নির্ণয় কর, যাদের বর্গের অন্তর ৪৭।
একটি শ্রেণীতে যত জন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হলো। বালকের সংখ্যা কত?
৪৭,০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
যত দাতা প্রত্যেকে ততো ১০ টাকা দেয়াতে মোট ২৫০ টাকা হলে দাতার সংখ্যা কত?
একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
০.১ এর বর্গমূল কত?
√১৬৯ এর মূল বের কর।