‘অনাদায়ী পাওনা’ আর্থিক অবস্থার বিবরণীতে বাদ দিতে হয় –
Topic: প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
যে বছরের ব্যয় সে বছরের আয়ের সাথে সমন্বয় করে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে হয় কোন নীতি অনুযায়ী?
৩১শে জুলাই ২০১২ তারিখে ইস্যুকৃত ৪ মাস মেয়অদি একটি বিলের দেয় তারিখ কত হবে?
অনাদায়ী পাওনা কী?
প্রদেয় বাট্টার জন্য যে সঞ্চিতি সৃষ্টি করা হয় তাকে বলে –
প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রয় করে কেন?
হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে প্রাপ্য হিসাবের মূল্যায়ন করা হয়?
অনাদায়ী পাওনা হিসাব ডেবিট; প্রদেয় হিসাব ক্রেডিট/অনাদায়ী পাওনা হিসাব ডেবিট; সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট/অনাদায়ী পাওনা হিসাব ডেবিট; বিশদ আয় বিবরণী হিসাব ক্রেডিট/সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট কোনটি অনাদায়ী পাওনার সঠিক জাবেদা?
প্রাপ্য বিলের ভাষা সাধারণত কেমন হয়?
ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতিকে মোকাবিলার জন্য কোন ধরনের সঞ্চিতি সৃষ্টি করা হয়?
চলতি সম্পত্তির মূল্যায়ন কোন নীতির ক্ষেত্রে প্রযোজ্য?
কোন প্রথা অনুসারে হিসাব তথ্য লিপিবদ্ধ করার সময় তথ্যে কতটুকু প্রাসঙ্গিকতা হচ্ছে তা যাচাই করা হয়?
ফেরদৌসের কাছ থেকে ৬ মাস মেয়াদি ১০,০০০ টাকার একটি বিল পাওয়া গেল। উক্ত বিলের সুদের হার ১২%। বিলটি ২ মাস পর ব্যাংক হতে ১৫% হারে বাট্টা করা হল। নিট সুদ আয়ের পরিমাণ কত?
দেনাদারের কাছে পাওনার যে অর্থ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে কী বলে?
কার দ্বারা প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়?
অনাদায়ী পাওনা কোন ধরনের ব্যয়?
কু-ঋণ সঞ্চিতি করা হয় –
কোন নীতি অবলম্বনে কু-ঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করা হয়?
অনাদায়ী পাওনা একটি –
যখন ধারে পণ্য বা সেবা অপর কোনো পক্ষের নিকট বিক্রয় করা হয়, তখন কোন হিসাবের সৃষ্টি হয়?
হিসাববিজ্ঞানের কত নং নীতিমালা মোতাবেক অনাদায়ী পাওনা এবং অনাদায়ী সঞ্চিতির হিসাব সংরক্ষণ করা হয়?
কু-ঋণ/কু-ঋণ সঞ্চিতি/ক্ষতিপূরণ তহবিল/গুপ্ত সঞ্চিতি কোনটি ব্যবসায়ের সম্ভাব্য ক্ষতি?