ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
Topic: পাটিগণিত
পাটিগণিতের গুন পদ্ধতি কারা আবিষ্কার করে?
একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোতা হচ্ছে। ৫ কিঃমিঃ দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?
একটি ক্লাসে ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষক কিছু টাকা বিতরণ করলেন। ছাত্রীদেরকে ২৫ টাকা এবং ছাত্রদের ২০ টাকা করে দিলেন। এতে তাঁর ২২০০টাকা খরচ হলো। ঐ ক্লাসে কতজন ছাত্রী আছে?
একটি ক্লাসে ৪০ জন ছাত্রের মধ্যে ২৫ জন ক্রিকেট খেলে এবং ২০ জন ফুটবল খেলে এবং ১০ জন কোনো খেলাই খেলে না। কতজন উভয় খেলা খেলে?
১৯ গজ লম্বা কাপড় ৪ গজ লম্বা করে কাটলে মোট কয় টুকরা কাপড় হবে?
১ মিলিগ্রামের ১০০ ভাগের ৫ ভাগ সমান কত?
৫৫০ গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের দেড়গুণ পরিমান চিনি লাগলে, ময়দা কতটুকু লাগবে?
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
১ বর্গমিটারে কত বর্গ সেন্টিমিটারের সমান?
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
এক কিলোগ্রাম চালের দাম ৮.৫০ টাকা হলে, এক কুইন্টাল চালের দাম কত?
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয়, তবে বড় সংখ্যাটি কত?
কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির ৩গুন হতে ৫ বেশি হবে?
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল কত হবে?
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে, সংখ্যা তিনটির যোগফল কত হবে?
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
একটি বানর ১৪ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটি কত সময় লাগবে?
একটি বানর ১৫ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটি কত সময় লাগবে?
একটি বানর ১৩ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে?