একজন দর্জি ১৩টি শার্ট তৈরি করেন। প্রতিটি শার্টের মজুরি ৩৫০ টাকা হলে, দর্জির মোট মজুরি কত টাকা হবে?
Topic: পরিমাপ নির্ণয় করা
একজন দর্জির কাছে ৩২৫ সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে ১৩টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন?
এক ব্য়াক্তির ১২টি গাভীর প্রত্যেকটি প্রতিদিন ৪.৫ লিটার করে দুধ দেয়। প্রতি লিটার দুধের দাম ৬২.৫০ টাকা হলে, প্রতিটি গাভী দৈনিক আরও ১ লিটার করে দুধ বেশি দিলে ব্যক্তিটি দৈনিক কত টাকার দুধ বিক্রি করতে পারবেন?
এক ব্যক্তির ৫৪টি গাভীর প্রত্যেকটি প্রতিদিন ৪.৫ লিটার করে দুধ দেয়। প্রতি লিটার দুধের দাম ৬২.৫০ টাকা। তিনি দৈনিক কত টাকার দুধ বিক্রি করেন?
এক ব্যক্তির ১২টি গাভীর প্রত্যেকটি প্রতিদিন ৪.৫ লিটার করে দুধ দেয়। ঐ ব্যক্তি প্রতিদিন কত লিটার দুধ পায়?
একটি গাড়ি ঘন্টায় ৪৫.৮ কিলোমিটার যায়। গাড়িটি প্রতি কিলোমিটার যেতে ০.৫ লিটার তেল লাগে। ৪৫.৮ কিলোমিটার যেতে গাড়িটির কত লিটার তেল লাগবে।
একটি গাড়ি ঘন্টায় ৪৫.৮ কিলোমিটার যায়। ২৭৪.৮ কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে?
একটি গাড়ি ঘন্টায় ৪৫.৮ কিলোমিটার যায়। গাড়িটি প্রতি কিলোমিটার যেতে ০.৫ লিটার তেল লাগে। গাড়িটি ১৫.৫ ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে?
মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে। ৫ মিনিটে অতিক্রান্ত দূরত্বকে কিলোমিটারে প্রকাশ কর।
মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে। ৫ মিনিটে অতিক্রান্ত দূরত্বকে ডেকামিটারে প্রকাশ কর।
রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে। ৫ মিনিট অতিক্রান্ত দূরত্বকে কিলোমিটারে প্রকাশ কর।
রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে। ৫ মিনিট অতিক্রান্ত দূরত্বকে ডেকামিটারে প্রকাশ কর।
রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রত হাঁটে?
মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে, সে এক মিনিটে কত মিটার পথ হাঁটে?
৮ জন লোকের মোট ওজন ৪২৫.৬ কেজি হলে, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম?
একটি পরিবারে ৮ দিনে ২০ লিটার খাবার পানি ব্যবহার করে। ঐ পরিবারটিতে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানির প্রয়োজন তা নির্ণয় কর।
৪২৫.৬ কেজিকে গ্রামে প্রকাশ করলে কত গ্রাম হবে?
খালেক সাহেব ৭.৮ কেজি বাজার করলেন। প্রতি কেজি বাজারের মূল্য ৮০ টাকা তিনি কত টাকার বাজার করলেন?
খালেক সাহেব বাজারে গিয়ে ৪.৫ কেজি চাল, ৯ হেক্টোগ্রাম সবজি এবং ২৪০০ গ্রাম মাংস কিনলেন। খালেক সাহেব মোট কত কেজি বাজার করলেন।
৪.৫ কেজি ৯ হেক্টো গ্রামকে গ্রামে প্রকাশ কর।
একটি খুচরা বিক্রেতা বাজারে গিয়ে পাইকারী দোকান থেকে ৫০০ কেজি চাল, ৫০ কেজি ডাল, ২৭০ কেজি পিয়াজ এবং ১৮০ কেজি আটা কিনলেন। যদি খুচরা বিক্রেতা তার ক্রয়কৃত বাজারগুলোর সাথে আরও ২০ কুইন্টাল চাল বেশি কিনতেন তাহলে তার ক্রয়কৃত জিনিসের মোট পরিমাণ কত মেট্রিক টন হতো?
একটি খুচরা বিক্রেতা বাজারে গিয়ে পাইকারী দোকান থেকে ৫০০ কেজি চাল, ৫০ কেজি ডাল … যদি তিনি আটা না কিনতেন তাহলে তার ক্রয়কৃত জিনিসের মোট পরিমাণ কত?