কখন একটি প্রতিষ্ঠান তারল্য সংকটে পড়ে থাকে?
Topic: নগদ প্রবাহ বিবরণী
বিনিয়োগ কার্যকলাপ হতে আগত নগদ, প্রাপ্তি ও প্রদান কার্যকলাপ হতে আগত নগদ, পরিচালন কার্যকলাপ হতে আগত নগদ, অর্থায়ন কার্যকলাপ হতে আগত নগদ – কোনটি ব্যবসায়ের প্রধান নগদ উৎপন্ন ক্ষমতার নির্দেশক?
সুদ প্রাপ্তি /কমিশন প্রাপ্তি/অবহারে শেয়ার ইস্যু /বাট্টা – কোনটি অনগদ লেনদেন?
কোনটি নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে নির্ণয় করা যায়?
যেকোনো প্রতিষ্ঠানিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে?
নগদ প্রবাহ বিবরণীর কোথায় মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি সমন্বয় করা হয়?
১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে কোন প্রতিষ্ঠানের জন্য নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত ও উপস্থাপন করা বাধ্যতামূলক?
যে কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
কীসের ভিত্তিতে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে?
নগদ প্রবাহ বিবরণী তৈরির জন্য বিশদ আয় বিবরণীর দফাগুলোকে কী হিসেবে বিবেচনা করা হয়?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের তুলনায় ব্যয়ের আধিক্যকে কী বলে?
সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্যে উদ্যোক্তাকে কোনটি প্রস্তুত করতে হয়?
দীর্ঘমেয়াদি বস্তুকে সাধারণ শেয়ার-এ পরিবর্তন করলে কোথায় অন্তর্ভুক্ত হবে?
‘হাতে নগদ’ এবং চাহিদামাত্র প্রদেয় আমানত’ কিসের অন্তর্ভুক্ত?
নগদান প্রবাহ বিবরণীতে কোন ধরনের দফাগুলো অন্তর্ভুক্ত হবে?
অতিরিক্ত সাধারণ শেয়ার ইস্যু কোন কার্যাবলিতে অন্তর্ভুক্ত হবে?
ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস হতে নগদ অর্থ সংগ্রহ ও বিভিন্ন খাতে নগদ অর্থ প্রদানের প্রক্রিয়াকে কী বলে?
কোন কার্যাবলী হতে আগত নগদ প্রবাহকে সবচেয়ে উৎকৃষ্ট নগদ প্রাপ্তি বলা হয়?
আয় বিবরণীতে ক্রেতাদের কাছ থেকে নগদ অর্থ আদায় নির্ণয়ে বিক্রয়ের সাথে কোনটি যোগ করতে হয়?
নগদ প্রবাহ প্রস্তুত করা হয় আন্তর্জাতিক হিসাব মান IAS –
‘রয়্যালিটি ও ফিস’ নগদ অর্থের আগমনের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত?
International Accounting Standard – 7 অনুসারে কোন বিবরণীর নগদ প্রাপ্তি ও নগদ পরিশোধকে তিনটি প্রধান কার্যাবলির অধীনে ভাগ করে দেখাতে হয়?