অবচয় এক প্রকার –
Topic: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
উৎপাদন একক/ক্রমহ্রাসমান/সরল রৈখিক/বার্ষিক বৃত্তি কোন অবচয় পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় নিরূপণ করা হয় না?
অপ্রচলন/কালের বিবর্তন/সম্ভোগ/ব্যবহারজনিত ক্ষতি কোনটি অবচয়ের বাহ্যিক কারণ?
কোন সম্পত্তির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয় না?
কোন ধরনের স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না?
‘পুঞ্জিভূত হিসাব’ কী ধরনের হিসাব?
অবচয়কে হিসাবকালের ব্যয় হিসাবে গণ্য করা হয় কোন নীতি অনুসারে?
একটি সম্পত্তির ক্রয়মূল্য ৫০,০০০ টাকা, আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত?
অস্পর্শনীয় সম্পত্তির ব্যয় বন্টন করার প্রক্রিয়াকে কী বলে?
সম্পত্তির মোট ক্রয়মূল্য ও ভগ্নাবশেষ মূল্যের পার্থক্য কী নির্দেশ করে?
মোটরগাড়ি, ট্রাক, বাস ইত্যাদি সম্পদের ক্ষেত্রে কোন পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়?
সাধারণত আসবাবপত্র, কলকব্জা এবং দালানকোঠা অবচয় ধার্যের ক্ষেত্রে কোন পদ্ধতি উপযোগী?
কলকব্জা/দালানকোটা/আসবাবপত্র/ভূমি কোন স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্য করতে হয় না?
প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন/প্রকৃত মুনাফা নির্ণয়/সঠিক ব্যয় নির্ধারণ/কর ফাঁকি দেয়া কোনটি অবচয় ধার্যের উদ্দেশ্য বহির্ভূত?
একটি দালানের ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা। অবচয়ের হার ১৫% হলে এবং কর্তনকৃত অবচয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা হলে দালানটি ক্রয় করা হয়েছে কত বছর আগে?
অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
যন্ত্রপাতি/সরঞ্জাম/ট্রেডমার্ক/আসবাবপত্র কোন সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য থাকে না?
ব্যবহার অথবা সময় অতিবাহিত হওয়ার ফলে স্থায়ী সম্পত্তির প্রকৃত মূল্যহ্রাসকে কী বলে?
ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে?
কোনটি অবচয়ের অভ্যন্তরীণ কারণ?
পূঞ্জীভূত অবচিতি কীসের উদাহরণ
অবচয় নির্ধারণ করার ক্ষেত্রে কোন পদ্ধতিকে বর্ধিষ্ণু পদ্ধতি বলা হয়?