একটি আয়তকার মাঠের ক্ষেত্রফল ২৫৩ বর্গমিটার এবং প্রস্থ ১১.৫ মিটার। যদি মাঠটির দৈর্ঘ্য ১.৫ মিটার বেশি হতো, তবে মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার হতো?
Topic: দশমিক সংখ্যা দিয়ে গুণ
একটি আয়তকার মাঠের ক্ষেত্রফল ২৫৩ বর্গমিটার এবং প্রস্থ ১১.৫ মিটার। মাঠটির দৈর্ঘ্য কত মিটার?
একটি শ্রেণিকক্ষের দৈর্ঘ্য ১০.৫ মিটার এবং প্রস্থ ৭.৫ মিটার। যদি কক্ষটির দৈর্ঘ্য ৯.৫ মিটার হয়, তবে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
একটি শ্রেণিকক্ষের দৈর্ঘ্য ১০.৫ মিটার এবং প্রস্থ ৭.৫ মিটার। কক্ষটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
একটি পাত্রে ০.৭২৫ লিটার দুধ আছে। যদি প্রতিটি কাপে ০.০৯৫ লিটার দুধ ঢালা হয়, তাহলে কত লিটার দুধ পাত্রে অবশিষ্ট থাকবে?
৫.৪ মিটার দৈর্ঘ্যর একটি লোহার দন্ড যার এক মিটারের ওজন ২.৩ কেজি। দন্ডটির ওজন কত কেজি হবে?
একটি পাত্রে ০.৭২৫ লিটার দুধ আছে। পাত্রের দুধ ৫ টি কাপে সমানভাবে ঢালা হলে, প্রত্যেক কাপে কত লিটার দুধ থাকবে?
৫.৪ মিটার দৈর্ঘ্যর একটি লোহার দন্ড যার এক মিটারের ওজন ২.৩ কেজি। দন্ডটির দৈর্ঘ্য কত মিটার হলে ওজন ৩০.৫৯ কেজি হবে?
একটি ট্রেন ঘন্টায় ১২০.৫ কিলোমিটার যায়। ৩৬১.৫ কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে?
একটি ট্রেন ঘন্টায় ১২০.৫ কিলোমিটার যায়। ৫.৫ ঘন্টায় ট্রেনটি কত কিলোমিটার যাবে?
৩.২৫ মিটার লম্বা একটি লোহার খন্ডের ওজন ১৫.৬ কেজি। লোহার খন্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় কর।
একটি আয়তকার জমির ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার। এর প্রস্থ ২২.৫ মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় কর।
একটি গাড়ি ২.৫ ঘন্টায় ১১৪.৫ কিলোমিটার যায়। গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যায়?
রেজার ওজন ৩৬.৫ কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের ০.৮ গুণ এবং ১.৬ গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় কর।
একটি আয়তকার জমির প্রস্থ ৪.৭৫ মিটার এবং দৈর্ঘ্য ১২.৮ মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি গাড়ি এক ঘন্টায় ৪২.৮ কিলোমিটার যায়। ১৫.৫ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়?
এক ইঞ্চি সমান ২.৫৪ সে.মি.। ৮.৫ ইঞ্চি সমান কত সে.মি.?
একটি আয়তকার জমির ক্ষেত্রফল ২৯.৪ বর্গমিটার। এর প্রস্থ ৮.৪ মিটার হলে দৈর্ঘ্য কত?