এফছান একটি টেইলারিং দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্যে সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে কোন সব উৎস হতে?
  • মালিকপক্ষ বা নিজস্ব তহবিল
  • ঋণদাতা প্রতিষ্ঠান

সুবীর একটি মুদি দোকান খুলতে আগ্রহী। প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্যে সে বিভিন্ন জনের কাছে পরামর্শ চাইছে।

সুবীরের ব্যবসায়টির জন্যে তহবিল সংগ্রহের উৎস হতে পারে কোনটি?

  • আত্মীয়-স্বজন হতে গৃহীত ঋণ
  • নিজস্ব সঞ্চয়

“মনিরা”ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটির নিজস্ব সুনাম পুঁজি করেন এমন এক ধরনের মাধ্যম ব্যবহার করে তহবিল সংগ্রহ করেছে যাতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহকদের লাভসহ আসল অর্থ ফেরত দিবে।

কোন মাধ্যমে ব্যাংকটি তহবিল সংগ্রহ করেছে?

  • বাণিজ্যিক পত্র

নাহিদ ও তার সাত বন্ধুর গঠিত ব্যবসায়ে মূলধনের প্রয়োজন। কিন্তু তারা মূলধন সংগ্রহ নিয়ে উদ্বিগ্ন। কারণ কি? তাদের কোম্পানিটির জন্যে অনিশ্চিত ___।

  • ডিবেঞ্চার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ
  • শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ
সিয়াম একটি টেইলারিং দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্যে সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে কিভাবে?
  • নিজস্ব তহবিল থেকে
  • ঋণদাতা প্রতিষ্ঠান থেকে

মি. সাফি একজন ব্যবসায়ী। কারখানায় কিছু মেশিন অকেজো হয়ে পড়ায় তাকে নতুন মেশিন ক্রয় করতে হয়। এজন্য তিনি একটি বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন।মি. সাফিকে বাণিজ্যিক ব্যাংক হতে তহবিল সংগ্রহ করতে হলে কী প্রদান করতে হবে?

  • সুদ
শেয়ার ছাড়াও কোম্পানি বিনিয়োগের জন্যে তহবিল সংগ্রহ করতে পারে কিভাবে?
  • ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে
  • বন্ড বিক্রির মাধ্যমে
  • সম্পত্তি বিক্রির মাধ্যমে