মি. হাবিবুল্লাহ একজন ব্যবসায়ী। তিনি গত বছর ২৫% লাভ করেছেন। এ বছরও তিনি অনুরূপ লাভ করবেন বলে আশা করেছিলেন। কিন্তু নানাবিধ কারণে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হন। এ বছর তিনি মাত্র ১০% লাভ করেন।

মি. হাবিবুল্লাহ প্রত্যাশিত লাভের জন্যে করণীয় কি?

  • প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিন্হিত করা
  • ঝুঁকি মোকাবেলার সম্ভাব্য কৌশল নির্ধারণ করা

মি. হাবিবুল্লাহ একজন ব্যবসায়ী। তিনি গত বছর ২৫% লাভ করেছেন। এ বছরও তিনি অনুরূপ লাভ করবেন বলে আশা করেছিলেন। কিন্তু নানাবিধ কারণে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হন। এ বছর তিনি মাত্র ১০% লাভ করেন।

মি. হাবিবুল্লাহ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়াকে কী বলে আখ্যায়িত করা যায়?

  • ঝুঁকি

ঝিলমিল গ্রুপ প্রায় ৫ বছর ধরে তাদের উৎপাদিত প্রিয় সাবানটি সুনামের সাথে বিক্রয় করছে। এ বছর Q নামক একটি গ্রুপ একই ধরনের পন্য ব্যাপক বিজ্ঞাপনের সাহায্য বিক্রয় শুরু করেছে । এজন্য ঝিলমিল গ্রুপটি তাদের ব্যবসায় নিয়ে উদ্বিগ্ন।

এখন ঝিলমিল গ্রুপটির জন্যে ঝুঁকি বলা যায় কোন ঘটনাকে?

  • তাদের বিক্রয় কমে যাওয়া

সেজান দেখেছে যে তার বন্ধু যে উৎস হতে আয় করে তার ঝুঁকিও বেশি আবার আয়ও বেশি। সেও ঐ উৎস হতে আয় করতে চায়। এক্ষেত্রে তার কি করা উচিত?

  • ডিবেঞ্চারে বিনিয়োগ করা
  • শেয়ারে বিনিয়োগ করা
ঝড়, বন্যা, ভূকম্পন, অগ্নিকান্ড, সাইক্লোন ও সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদির ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কী বলে?
  • প্রাকৃতিক অনিশ্চয়তাজনিত ঝুঁকির
ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি কোনটি?
  • বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা অনিশ্চয়তা কমানো সম্ভব
  • ঝুঁকি পরিমাপযোগ্য বলে ব্যবসায় প্রতিষ্ঠান একে কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে
  • অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি