Topic: ঝুঁকি ও অনিশ্চয়তা
মি. হাবিবুল্লাহ একজন ব্যবসায়ী। তিনি গত বছর ২৫% লাভ করেছেন। এ বছরও তিনি অনুরূপ লাভ করবেন বলে আশা করেছিলেন। কিন্তু নানাবিধ কারণে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হন। এ বছর তিনি মাত্র ১০% লাভ করেন।
মি. হাবিবুল্লাহ প্রত্যাশিত লাভের জন্যে করণীয় কি?
মি. হাবিবুল্লাহ একজন ব্যবসায়ী। তিনি গত বছর ২৫% লাভ করেছেন। এ বছরও তিনি অনুরূপ লাভ করবেন বলে আশা করেছিলেন। কিন্তু নানাবিধ কারণে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হন। এ বছর তিনি মাত্র ১০% লাভ করেন।
মি. হাবিবুল্লাহ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়াকে কী বলে আখ্যায়িত করা যায়?
ঝিলমিল গ্রুপ প্রায় ৫ বছর ধরে তাদের উৎপাদিত প্রিয় সাবানটি সুনামের সাথে বিক্রয় করছে। এ বছর Q নামক একটি গ্রুপ একই ধরনের পন্য ব্যাপক বিজ্ঞাপনের সাহায্য বিক্রয় শুরু করেছে । এজন্য ঝিলমিল গ্রুপটি তাদের ব্যবসায় নিয়ে উদ্বিগ্ন।
এখন ঝিলমিল গ্রুপটির জন্যে ঝুঁকি বলা যায় কোন ঘটনাকে?
সেজান দেখেছে যে তার বন্ধু যে উৎস হতে আয় করে তার ঝুঁকিও বেশি আবার আয়ও বেশি। সেও ঐ উৎস হতে আয় করতে চায়। এক্ষেত্রে তার কি করা উচিত?