সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ২ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
Topic: জ্যামিতি
AB রেখাংশের উপর Pএকটি বিন্দু হলে কোন সম্পর্ক সবসময় প্রযোজ্য?
দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে?
∠A এবং∠B পরস্পর সম্পূরক কোণ হলে,∠A =১১৫° হলে∠B = কত?
তল দুই প্রকার, যথা ___।
দু’টি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে উহাদের একটিকে অপরটির কি বলে?
জ্যামিতির বিখ্যাত পন্ডিত ইউক্লিড কোন দেশের অধিবাসী ছিলেন?
একটি প্রতিজ্ঞা প্রমাণের সময় আরো কিছু সত্য প্রমাণিত হয়। সে সত্যকে কি বলে?
একটি আয়তনিক ঘনবস্তু কয়টি তল দ্বারা সীমাবদ্ধ?
কোন তিনটি মাত্রা জ্যামিতিক ঘনবস্তু তৈরি করে?
যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে কি বলে?
জ্যা শব্দের অর্থ কি?
যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় সেগুলোর নাম কি?
কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
একটি পুকুরের একস্থানে পানির ২ ফুট উপরে লম্বভাবে দন্ডায়মান ডাটার উপর একটি পদ্মফুল ফুটে আছে। হঠাৎ তীব্রবেগে বাতাস আসলে ডাটাটি একপাশে ৫ ফুট তাড়িত হয়ে পানিতে ডুবে যায়। পুকুরের ঐ স্থানে পানির গভীরতা কত?
২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
y=3x+2, y =-3x+2 এবং y=-2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
একটি পঞ্চভুজের সমষ্টি কত?