বেনজিনের ন্যায় সুগন্ধিযুক্ত যৌগকে কী বলা হয়?
Topic: জৈব রসায়ন
অ্যালকেন কোন ধরনের হাইড্রোকার্বন?
সাক্সিনিক এসিড/টারটারিক এসিড/সাইট্রিক এসিড/ম্যালোনিক এসিড কোনটি পলিকার্বক্সিলিক এসিডের উদাহরণ?
গ্লিসারিন কী?
আজকের পারমাণবিক যুগে জৈব রসায়নকে কী বলা হয়?
অগ্নি নির্বাপক/চেতনানাশক/জীবণুনাশক/কীটনাশক কোনটি ফরমালিনের ব্যবহার?
অ্যামিন প্রধানত কত প্রকার?
পরম অ্যালকোহল কী?
অক্সালিক এসিড/ইথানোয়িক এসিড/স্যাক্সিনিক এসিড/বেনজোয়িক এসিড কোনটি অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিড?
অ্যালকেন/অ্যালকিন/অ্যালকাইন/হ্যালোআলকেন কোনটি সম্পৃক্ত হাইড্রকার্বন?
বেনজিন/মিথাইল বেনজিন/সাইক্লোহেক্সেন/পিরিডন কোন যৌগটি রেজোন্যান্স ধর্ম প্রদর্শন করে না?
অ্যালকিনের ওজোন সংযোজন বিক্রিয়ায় দ্রাবক –
দশটি কার্বন পরস্পর যুক্ত হয়ে গঠিত অ্যালকেনের নাম কী?
আগুনরোধী কাপড় প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়?
বেনজাইম অ্যালকোহল/হাইড্রোক্সি বেনজিন/ক্রিসল/টলুইন কোনটি কার্বনিক এসিড?
বেনজিন বলয়ের নির্দেশক কত প্রকার?
জৈব এসি ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে কী বলে?
নাইট্রাইল সমগোত্রীয় শ্রেণির অপ্রধান মূলকের নাম কী?
ফেহলিং দ্রবণ/টলেন বিকারক/2.4-DNPH/বেনেডিকট দ্রবণ কোনটি প্রক্রিয়ায় কিটোন শনাক্ত করা হয়?
বেনজিনে দ্বিতীয় প্রতিস্থাপকের জন্য সম্ভাব্য অবস্থান কয়টি?
এক আণবিক অপসারণ বিক্রিয়া সম্পন্ন হয় –
উর্টজ বিক্রিয়ায় উৎপন্ন কী?