ব্যাংক চাওয়া মাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করাকে কী বলে?
Topic: চাহিবামাত্র প্রদেয় ঋণ
সাহেদ তার চালের ব্যবসায়ের জন্যে রূপা ব্যাংক হতে ঋণ নিয়েছে যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়া মাত্রই সাহেদ ঋণ পরিশোধে বাধ্য থাকবে।
সাহেদের গৃহীত ঋণটি কী নামে পরিচিত?
রাজীব তার চালের ব্যবসয়ের জন্যে রুপালী ব্যাংক হতে ঋণ নিয়েছে,যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়া মাত্রই রাজীব ঋণ পরিশোধে বাধ্য থাকবে। রাজীবের গৃহীত ঋণটি কী নামে পরিচিত?
যেসব প্রতিষ্ঠানে অর্থায়নের বিকল্প উৎস আছে তারা স্বল্প খরছে কোন ধরণের ঋণ ব্যবহার করতে পারে?
কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পাবে?