মিন্টু ও পিন্টু একত্রে ৯৩২০ টাকা আছে। পিন্টু অপেক্ষা মিন্টুর ৪২০ টাকা কম আছে। পিন্টুর টাকার পরিমান নির্ণয় কর?
                            
            
                        
                    Topic: চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি বিষয়ক নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
                                    মিন্টু ও পিন্টু একত্রে ৯৩২০ টাকা আছে। পিন্টু অপেক্ষা মিন্টুর ৪২০ টাকা কম আছে। মিন্টু অপেক্ষা পিন্টুর কত টাকা বেশি আছে?
                            
            
                        
                    
                                    হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। তিনি বাজার করতে ৫০০০ টাকা নিলে, কত টাকা অবশিষ্ট থাকবে?
                            
            
                        
                    
                                    হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। তিনি মোট কত টাকার বাজার করলেন?
                            
            
                        
                    
                                    হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। ডাল ও তেল কিনতে তিনি মোট কত টাকা খরচ করলেন?
                            
            
                        
                    
                                    হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। তিনি কত টাকার চাল কিনলেন?
                            
            
                        
                    
                                    মিনা ও রিনার একত্রে ৭৫৩২ টাকা আছে। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। মিনা ১৩০০ টাকা মাকে দিলে তার হাতে কত টাকা রইল?
                            
            
                        
                    
                                    মিনা ও রিনার একত্রে ৭৫৩২ টাকা আছে। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। রিনার টাকার পরিমান কত?
                            
            
                        
                    
                                    তমা, নূহা, ফাইজা ও অহনা চার বান্ধবী একটি দোকানে গিয়ে ২০ টাকা হিসেবে ৫ টি আম, ১৫ টাকা হিসেবে ৪ টি আপেল, ২০ টাকা হিসেবে ৬ টি কমলা কিনল এবং মোট ৪ জনে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল?
                            
            
                        
                    
                                    তমা, নূহা, ফাইজা ও অহনা চার বান্ধবী একটি দোকানে গিয়ে ২০ টাকা হিসেবে ৫ টি আম, ১৫ টাকা হিসেবে ৪ টি আপেল, ২০ টাকা হিসেবে ৬ টি কমলা কিনল এবং মোট ৪ জনে সমান ভাগে ভাগ করে দিল। তারা মোট কত টাকার ফল কিনল?
                            
            
                        
                    
                                    তমা, নূহা, ফাইজা ও অহনা চার বান্ধবী একটি দোকানে গিয়ে ২০ টাকা হিসেবে ৫ টি আম, ১৫ টাকা হিসেবে ৪ টি আপেল, ২০ টাকা হিসেবে ৬ টি কমলা কিনল এবং মোট ৪ জনে সমান ভাগে ভাগ করে দিল। ৫ টি আম ও ৪ টি আপেলের মূল্য কত?
                            
            
                        
                    
                                    একজন শ্রমিক সপ্তাহে ১৪০০ টাকা আয় করেন। তিনি কতদিনে ৩০০০ টাকা আয় করবেন?
                            
            
                        
                    
                                    একজন শ্রমিক সপ্তাহে ১৪০০ টাকা আয় করেন। তিনি এক বছরে (৩৬৫ দিনে) কত টাকা আয় করেন?
                            
            
                        
                    
                                    একজন শ্রমিক সপ্তাহে ১৪০০ টাকা আয় করেন। তিনি একমাসে (৩০ দিনে) কত টাকা আয় করবেন?
                            
            
                        
                    
                                    একজন শ্রমিক সপ্তাহে ১৪০০ টাকা আয় করেন। তিনি একাদিনে কত টাকা আয় করেন?
                            
            
                        
                    
                                    রেদোয়ান সাহেব ৪০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল, ৫০৪ টাকায় ১২ কেজি চিনি কিনলেন। এছাড়াও ২ কেজি সয়াবিন তেল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলেন, দোকানদার তাকে ৯৬ টাকা ফেরত দিলেন। ৪ কেজি সোয়াবিন তেলের দাম কত?
                            
            
                        
                    
                                    রেদোয়ান সাহেব ৪০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল, ৫০৪ টাকায় ১২ কেজি চিনি কিনলেন। এছাড়াও ২ কেজি সয়াবিন তেল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলেন, দোকানদার তাকে ৯৬ টাকা ফেরত দিলেন। ১৫ কেজি চালের দাম কত?
                            
            
                        
                    
                                    রেদোয়ান সাহেব ৪০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল, ৫০৪ টাকায় ১২ কেজি চিনি কিনলেন। এছাড়াও ২ কেজি সয়াবিন তেল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলেন, দোকানদার তাকে ৯৬ টাকা ফেরত দিলেন। তিনি মোট কত টাকার জিনিস কিনলেন?
                            
            
                        
                    
                                    সামাদ সাহেবের মাসিক বেতন ২৫০০০ টাকা। তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ ৮৫০০ টাকা এবং সংসার খরচ বাবদ ১১৫০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যংকে জমা রাখেন। ৬ মাস সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন?
                            
            
                        
                    
                                    সামাদ সাহেবের মাসিক বেতন ২৫০০০ টাকা। তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ ৮৫০০ টাকা এবং সংসার খরচ বাবদ ১১৫০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যংকে জমা রাখেন। তিনি ২ মাসে মোট কত টাকা খরচ করেন?
                            
            
                        
                    
                                    সামাদ সাহেবের মাসিক বেতন ২৫০০০ টাকা। তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ ৮৫০০ টাকা এবং সংসার খরচ বাবদ ১১৫০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যংকে জমা রাখেন। সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা?
                            
            
                        
                    
                                    একটি ব্যবসায় ১৫ জন সমান অংশীদার। তারা বছরে ৮২৪৪০ টাকা লাভ করল। প্রত্যেকে মাসিক ১০ টাকা বেশি লাভ হলে ঐ ব্যবসায় বার্ষিক কত টাকা বেশি লাভ হবে?
                            
            
                        
                    