খতিয়ান বই তৈরি করার সময় কোনটি উল্লেখ করতে হয়?
Topic: খতিয়ান হিসাব
মিসেস আনোয়ারা হোসেন একজন ব্যবসায়ী। তিনি প্রতিষ্ঠানে সংঘটিত সকল লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করেন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি সকল লিপিবদ্ধকৃত লেনদেনের ফলাফল পর্য্যবেক্ষণ করেন। তার প্রতিষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ :
- জানু. ১, মূলধনের উদ্বৃত্ত ১০,০০০ টাকা।
- জানু, ৪, বাকিতে ক্রয় ১৫,০০০ টাকা।
- জানু, ২০, অতিরিক্ত মূলধন আনয়ন ৫,০০০ টাকা।
জানু, ৪ তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবগুলো কোন জের প্রকাশ করে?
কিসের উপর ভিত্তি করে খতিয়ান লেখা হয়?
কোন বইকে হিসাব বইয়ের রাজা বলা হয়?
খতিয়ানকরণ হিসাব চক্রের কততম ধাপ?
খতিয়ান কয় প্রকার ছকে আকা যায়?
খতিয়ানকে হিসাবের কোন বই বলে?
খতিয়ানের ছকে কয়টি ঘর থাকে?
খতিয়ান বা লেজার কোন ভাষা থেকে উৎপন্ন?
(B/F) এর অর্থ কী?
ডেবিট ব্যালেন্স/জের প্রদর্শিত হয়-
ক্রেডিট জের/ব্যালেন্স কোনটি?
কোন হিসাবের স্বাভাবিক জের ডেবিট হতে পারে না?
ক্রয় জাবেদা হইতে সাধারণত কখন সাবসিডিয়ারী খতিয়ানে পোস্টিং দেয়া হয়?
কোনটি খতিয়ানে বৈশিষ্ট্য?
প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব যে খতিয়ানে পাওয়া যায় তাকে কি বলে?
কোনটি ব্যক্তিক খতিয়ান?
যে সকল হিসাবের ডেবিট জের থাকে সেগুলি কি?
কোনটির জন্য কোনও খতিয়ান প্রস্তুত করা হয় না?
কোনটি খতিয়ানের সুবিধা নহে?
জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য কী?
খতিয়ান কি?