কু-ঋণ সঞ্চিতি রাখার উদ্দেশ্য কি?
  • প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করা
  • অনাদায়ী পাওনার সাথে সমন্বয় করা
  • সঠিক বা নীট দেনাদারের পরিমাণ আর্থিক বিবরনীতে দেখানো

২০০৫ সালে সহিউল কোম্পানির সন্দেহজনক সঞ্চিতি হিসাবের জের ছিল ১০,০০০ টাকা। ঐ বৎসর কু-ঋণের পরিমাণ ছিল মোট ২২,০০০ টাকা এবং পূর্ববর্তী বৎসর কু-ঋণকৃত ১২,০০০ টাকা পুনরুদ্ধার করা হয়। মোট দেনাদারের পরিমাণ ৫,০০,০০০ টাকা। দেনাদারের উপর নতুন কু-ঋণ সঞ্চিতির শতকরা হার ২%।

বছর শেষে নতুন কু-ঋণ সঞ্চিতি বাবদ কত টাকা লাভ লোকসান হিসাবে দেখানো হবে?

  • ১০,০০০ টাকা

বেক্সিমকো ফার্মা লি: এর ২০০৫ সালের মোট দেনাদারের পরিমাণ ১২,০০,০০০ টাকা, সারা বছরে কু-ঋণের পরিমাণ দাড়ায় ২১,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা।

বছর শেষে ৩% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে, কু-ঋণ সঞ্চিতির সমাপনী জের কত হবে?

  • ৩০,০০০ টাকা