কু-ঋণ সঞ্চিতি করা হয় কখন?
Topic: কু-ঋণ সঞ্চিতি
পাওনাদার বাট্টা সঞ্চিতি কি?
কোনটি মুনাফার উপর আবণ্টন মাত্র?
কু-ঋণ সঞ্চিতি কি?
ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতি মোকাবেলার জন্য যে সঞ্চিতি রাখা হয় তা কি?
চূড়ান্ত হিসাব প্রস্তুতের সময় ক-ঋণ হিসাব কোথায় স্থানান্তর করে বন্ধ করা হয়?
কু-ঋণ সৃষ্টির জন্য জাবেদা দাখিলা কি হবে?
কু-ঋণ খরচ হিসাব ডেবিট টু কু-ঋণ সঞ্চিতি হিসাব কি হবে?
অনাদায়ী পাওনা সঞ্চিতি লভ্যাংশের সঞ্চয়কে কি করে?
অনাদায়ী পাওনা সঞ্চিতি কি?
কু-ঋণ সঞ্চিতি রাখার উদ্দেশ্য কি?
অনাদায়ী পাওনা বা কু-ঋণ কি?
অনাদায়ী পাওনা রেওয়ামিলের কোন পাশে দেখানো হয়?
বিক্রয় খতিয়ান নিয়ন্ত্রণ হিসাবে কু-ঋণ অবলোপন দেখানো হয় কোন দিকে?
দেনাদারের নিকট থেকে প্রাপ্য টাকার যে অংশ পাওয়া যাবে না তার নাম কি?
দেনাদারকে কি বলা হয়?
দেনাদারের উদ্ভব হয় কিভাবে?
কোনটিকে ব্যয় বলে গণ্য করা হয় না?
সঞ্চিতি পদ্ধতিতে/Allowance পদ্ধতিতে আনুমানিক আদায়যোগ্য প্রাপ্যসমূহ’ এর জন্য কি ক্রেডিট করা হয়?
২০০৫ সালে সহিউল কোম্পানির সন্দেহজনক সঞ্চিতি হিসাবের জের ছিল ১০,০০০ টাকা। ঐ বৎসর কু-ঋণের পরিমাণ ছিল মোট ২২,০০০ টাকা এবং পূর্ববর্তী বৎসর কু-ঋণকৃত ১২,০০০ টাকা পুনরুদ্ধার করা হয়। মোট দেনাদারের পরিমাণ ৫,০০,০০০ টাকা। দেনাদারের উপর নতুন কু-ঋণ সঞ্চিতির শতকরা হার ২%।
বছর শেষে নতুন কু-ঋণ সঞ্চিতি বাবদ কত টাকা লাভ লোকসান হিসাবে দেখানো হবে?
সঞ্চিতি পদ্ধতিতে কু-ঋণ খরচ লিপিবদ্ধ করণের জন্য জাবেদা দাখিলা কি করে?
বেক্সিমকো ফার্মা লি: এর ২০০৫ সালের মোট দেনাদারের পরিমাণ ১২,০০,০০০ টাকা, সারা বছরে কু-ঋণের পরিমাণ দাড়ায় ২১,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা।
বছর শেষে ৩% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে, কু-ঋণ সঞ্চিতির সমাপনী জের কত হবে?