Topic: কু-ঋণ
বিবিধ দেনাদার ৫৫,২০০ টাকা, পুরাতন কু-ঋণ ১০০ টাকা, নতুন কু-ঋণ ২০০ টাকা এবং কু-ঋণ সঞ্চিতি ৫% হলে কু-ঋণ সঞ্চিতি কত হবে?
বিবিধ দেনাদার ৫৫,২০০ টাকা, পুরাতন কু-ঋণ ১০০ টাকা, নতুন কু-ঋণ ২০০ টাকা এবং কু-ঋণ সঞ্চিতি ২০০ টাকা এবং কু-ঋণ সঞিতি৫% হলে কু-ঋণ সঞ্চিতি কত হবে?
কোন প্রকার কু-ঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে ৪১,০০০ টাকা, দেনাদারের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি হিসাবে ধার্য করা হয়। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
একমাসে নীট বিক্রয় ৮,০০,০০০ টাকা, নীট বিক্রয়ের উপর অনাদায়ী দেনার সঞ্চিতির হার ১.৫%। কোম্পানি বিক্রয়ের শতকরা হার ব্যবহার কর। সমন্বয়পূর্ব সন্দেহ সঞ্চিতির পরিমাণ ১৫,০০০ টাকা। সমন্বয়ের পর উদ্বৃত্ত কত?
একটি কোম্পানির বিক্রয় ছিল ২০,০০,০০০ এবং দেনাদার বিক্রয়ের ৫%। কোম্পানিটি দেনাদারের ৪% অনাদায়ী সঞ্চিতি রাখলে অনাদায়ী সঞ্চিতির পরিমাণ কত?
২০১২ সারে সহিউল কোম্পানির সন্দেহজনক সঞ্চিতি হিসাবের জের ছিল ১০,০০০ টাকা। ঐ বৎসর কু-ঋণের পরিমাণ ছিল মোট ২২,০০০ টাকা এবং পূর্ববর্তী বৎসরের কু-ঋণকৃত ১২,০০০ টাকা পুনরুদ্ধার করা হয়। মোট দেনাদারের পারিমাণ ৫,০০,০০০ টাকা। দেনাদারের উপর নতুন কু-ঋণ সঞ্চিতির শতকরা হার ২%।
বছর শেষে নতুন কু-ঋণ সঞ্চিতি বাবদ কত টাকা লাভ-লোকসান হিসাবে দেখানো হবে?
অনাদায়ী সঞ্চিতির প্রারম্ভিক ব্যয় ৫,০০০ টাকা, নতুন সঞ্চিতি রাখা হল ১২,০০০ টাকা, ৩,০০০ টাকার দেনাদার দেউলিয়া হল বলে ধরা হল, ১,০০০ টাকার দেনাদার থাকে দেউলিয়া ধরা হয়েছিল সে ঐ টাকা ফেরত দিয়েছে। সঞ্চিতি হিসাবের সমাপনী জের কত হবে?
দেনাদারের প্রারম্ভিক জের ৮,০০০ টাকা, ধারে বিক্রয় ৯০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৩,০০০ টাকা, কু-ঋণ ১২,০০০ টাকা, সম্ভাব্য কু-ঋণ(সঞ্চিতি) ৫,০০০ টাকা। দেনাদারের হিসাবে সমাপনী জের কত?
২০০৫ সালের শেষে আয়শা প্রিন্টিং প্রেসের দেনাদার হিসাবের জের ৮০,০০০ টাকা। ঐ বছর কু-ঋণের পরিমাণ ছিল ৫,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৬,০০০ টাকা।
বছর শেষে দেনাদারের উপর ১০% হারে কু-ঋণ সঞ্চিতির ব্যবস্থা করা হলে লাভ-ক্ষতি হিসাবে চার্জ করতে হবে কত টাকা?
২০০৪ সালের ১ জানুয়ারী তারিখে কু-ঋণ সঞ্চিতির জের ছিল ৯,০০০ টাকা। সারা বছরে কু-ঋণের পরিমাণ দাঁড়ায় ১০,০০০ টাকা এবং পূর্ববর্তী বছরের কু-ঋণকৃত ৫,০০০ টাকা পু:রুদ্ধার করা হয়। ২০০৪ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে দেনাদরের পরিমাণ ৩,০০,০০০ টাকা।
২% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে সমাপ্ত বছরের কু-ঋণ খরচের পরিমাণ কত?
২০০৭ সালের শেষে দেনাদার হিসাবের জের ৯০,০০০ টাকা। ঐ বছরের কু-ঋণ হিসাবে গণ্য ৪,০০০ টাকা। ঐ বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৫,০০০ টাকা। বছর শেষে দেনাদার এর উপর ৮% হারে কু-ঋণ সঞ্চিতির ব্যবস্থা করা হলে কু-ঋণ সঞ্চিতির সমাপনী জের কত হবে?
একটি মাসের নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা। মাসের শুরুতে কু-ঋণ সঞ্চিতি হিসাবের ক্রেডিট জের ছিল ২০,০০০ টাকা। ঐ মাসে কু-ঋণের পরিমাণ দাঁড়ায় ১৫,০০০ টাকা। পূর্ববর্তী মাসে কু-ঋণকৃত ৩,০০০ টাকা পুনরুদ্ধার করা হয়। নীট বিক্রয় এর উপর ৫% কু-ঋণ সঞ্চিতি ধরতে হবে।
মাস শেষে কু-ঋণ সঞ্চিতির জের কত হবে?
একটি জাবেদা দাখিলার লাভ-ক্ষতি হিসাবে ১০,০০০ টাকার ডেবিট করে কু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়।। যদি পুরাতন কু-ঋণ সঞ্চিতি ২,৫০০ টাকা, কু-ঋণ ৫,০০০ টাকা এবং দেনাদারের উপর ১০% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তবে দেনাদারের প্রাথমিক অংক টাকায় কত ছিল?
২০০৬ সালের ৩১শে ডিসেম্বর তারিখে দেনাদারের পরিমাণ ৭০,০০০ টাকা। উক্ত বছরে কু-ঋণ ছিল ৫,০০০ টাকা এবং বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৭,০০০ টাকা। দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি এবং ২% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
কু-ঋণ হিসাবভুক্ত করার পূর্বে দেনাদারের পরিমাণ ছিল ২৫,০০০ টাকা। কু-ঋণ হিসেবে গণ্য হয় ৫,০০০ টাকা। দেনাদারের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি এবং ৩% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
কু-ঋণ হিসাবভুক্ত করার পূর্বে দেনাদারের পরিমাণ ছিল ৪২,০০০ টাকা। কু-ঋণ হিসেবে গণ্য হয় ২,০০০ টাকা। দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি এবং ২.৫% বাট্টা সঞ্চিতির ব্যবস্থা থাকলে দেনাদারের নীট আদায়যোগ্য মূল্য কত?
কোহিনুর ক্যামিকেল লিমিটিড এর ২০১০ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ১২,০০,০০০ টাকা। সারা বছরে কু-ঋণের পরিমাণ দাঁড়ায ২১,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা।
বছর শেষে ৩% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে ২০১০ সালে শেষে কু-ঋণ সঞ্চিতির অতিরিক্ত জের কত?