১ বর্গফুট কাপড়ের দাম ৩০ টাকা। তাহলে ২০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ কাপড়ের দাম কত হবে?
Topic: ঐকিক নিয়ম
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
মামুন 240 টাকায় একইরকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?
একটি বন্দুকে গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি গুলি ছুড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
বাংলাদেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ২.৬% হলে, বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় কত?
৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে ৪মিনিট সময় নেয়। ১০০টি বিড়াল ১০০টি ইঁদুর ধরতে কত সময় নেবে?
রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘন্টায় ৪৫ কিঃমিঃ বেগে ধাবমান ১৫০ মিঃ লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?
সেকেন্ডে ১২.৫ মিটার বেগে গমন করলে ১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিঃমিঃ। নদী পথে ৪৫ কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কিঃমিঃ ও ৫ কিঃমিঃ। নদীপথে ৩০ কিঃমিঃ গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কিঃমিঃ ও ৫ কিঃমিঃ। নদীপথে ৩০ কিঃমিঃ গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?
স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘন্টায় ৪০ কিঃমিঃ পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘন্টায় ৮ কিঃমিঃ হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে?
হিমু ও ছবি একই স্থান হতে ঘন্টায় ১৫ ও ১২ কিঃমিঃ বেগে নানার বাড়ি রওনা হল। ছবি হিমুর ৩ ঘন্টা পর পৌছলে নানা বাড়ির দূরত্ব ঐ স্থান হতে কত?
ঢাকা ও পাবনার মধ্যবর্তী দূরত্ব ৩০০ কিঃমিঃ। অর্নব ঢাকা হতে ঘন্টায় ৩০ কিঃমিঃ বেগে একটি গাড়িতে পাবনার উদ্দেশ্যে রওনা হলো, এর ২ ঘন্টা পর মুনিরা পাবনা হতে ঢাকার দিকে ঘন্টায় ৫০ কিঃমিঃ বেগে রওনা হলো। মুনিরা কত দূর গেলে অর্নবের সাথে দেখা হবে?
কোন পরিবারের মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। অতিথি আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে, কত জন অতিথি এসছিলেন?
কোন পরিবারের মজুদ খাদ্যে ৬ জন সদস্যের ১৫ দিন চলবে। অতিথি আসায় ঐ খাদ্যে ১০ দিন চললে, কত জন অতিথি এসছিলেন?
একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে ৮ কিঃমিঃ যায় এবং কোন স্থানে পৌছতে ১৮ লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিঃমিঃ চলত, তবে কি পরিমাণ পেট্রোল কত লাগত?
যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে ১০টি ঘোড়া ঐ সময়ে কত সের ছোলা খাবে?
যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে ৮টি ঘোড়া কত দিনে ৩০ সের ছোলা খাবে?
কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পা আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাবার তাদের কত দিন চলবে?