মি. তুহিন একজন ব্যবসায়ী তিনি একতরফা পদ্ধতিতে হিসাব রাখেন। বছরের শুরুতে তার মূলধন ছিল ২০,০০০ টাকা দায় ছিল ৫,০০০ টাকা। বছরের শেষে তার মূলধন দাঁড়ায় ৩৫,০০০ টাকা। তিনি বছরে ১,৫০০ টাকা উত্তোলন করেন।

তার লাভ/ক্ষতি কত হবে?

  • ১৬,৫০০ টাকা লাভ

মি. রফিকুল ইসলাম একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকেন। তার হিসাব বই হতে নিম্ন লিখিত খতিয়ান উদ্বৃত্ত গুলো দেয়া হল-

৩১/১২/২০০৪ নগদ তহবিল-  ১৫,০০০/-, ০১/০১/২০০৪ নগদ তহবিল- ২০,০০০/-, ৩১/১২/২০০৪ ব্যাংক জমার উদ্বৃত্ত- ২৫,০০০/-, ০১/০১/২০০৪ ব্যাংক জমার উদ্বৃত্ত- ২০,০০০/-, ৩১/১২/২০০৪ পাওনাদারবৃন্দ- ৩২,০০০/-, ০১/০১/২০০৪ পাওনাদারবৃন্দ- ৮,০০০/-, ৩১/১২/২০০৪ প্রাপ্য বিল- ১০,০০০/-, ০১/০১/২০০৪ প্রাপ্য বিল- ……….., ৩১/১২/২০০৪ দালান কোঠা- ১,৫০,০০০/-, ০১/০১/২০০৪ দালান কোঠা-…………, ৩১/১২/২০০৪ প্রদেয় বিল- ৯,০০০/-, ০১/০১/২০০৪ প্রদেয় বিল-৯,০০০/-

মি. রফিকুল সাহেব সারা বছরে প্রত্যেক মাসের শুরুতে ১,৫০০ টাকা উত্তোলন করেন। তার ব্যক্তিগত গাড়ি বিক্রি করে নভেম্বরে ৫০,০০০ টাকা। তার অর্ধেক কারবারে প্রদান করেন। প্রারম্ভিক মূলধনের উপর ৫% সুদ গ্রহণ করেন। উত্তোলনের উপর ৫% সুদ প্রযোজ্য।

জনাব রফিকুল ইসলামের প্রারম্ভিক মূলধন কত টাকা?

  • ১,৭৩,০০০ টাকা

মি. রফিকুল ইসলাম একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকেন। তার হিসাব বই হতে নিম্ন লিখিত খতিয়ান উদ্বৃত্ত গুলো দেয়া হল-

৩১/১২/২০০৪ নগদ তহবিল-  ১৫,০০০/-, ০১/০১/২০০৪ নগদ তহবিল- ২০,০০০/-, ৩১/১২/২০০৪ ব্যাংক জমার উদ্বৃত্ত- ২৫,০০০/-, ০১/০১/২০০৪ ব্যাংক জমার উদ্বৃত্ত- ২০,০০০/-, ৩১/১২/২০০৪ পাওনাদারবৃন্দ- ৩২,০০০/-, ০১/০১/২০০৪ পাওনাদারবৃন্দ- ৮,০০০/-, ৩১/১২/২০০৪ প্রাপ্য বিল- ১০,০০০/-, ০১/০১/২০০৪ প্রাপ্য বিল- ……….., ৩১/১২/২০০৪ দালান কোঠা- ১,৫০,০০০/-, ০১/০১/২০০৪ দালান কোঠা-…………, ৩১/১২/২০০৪ প্রদেয় বিল- ৯,০০০/-, ০১/০১/২০০৪ প্রদেয় বিল-৯,০০০/-

মি. রফিকুল সাহেব সারা বছরে প্রত্যেক মাসের শুরুতে ১,৫০০ টাকা উত্তোলন করেন। তার ব্যক্তিগত গাড়ি বিক্রি করে নভেম্বরে ৫০,০০০ টাকা। তার অর্ধেক কারবারে প্রদান করেন। প্রারম্ভিক মূলধনের উপর ৫% সুদ গ্রহণ করেন। উত্তোলনের উপর ৫% সুদ প্রযোজ্য।

জনাব রফিকুল ইসলামের সমাপনী মূলধনের পরিমাণ কত টাকা?

  • ১,৫৯,০০০ টাকা

মি. রফিকুল ইসলাম একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকেন। তার হিসাব বই হতে নিম্ন লিখিত খতিয়ান উদ্বৃত্ত গুলো দেয়া হল-

৩১/১২/২০০৪ নগদ তহবিল-  ১৫,০০০/-, ০১/০১/২০০৪ নগদ তহবিল- ২০,০০০/-, ৩১/১২/২০০৪ ব্যাংক জমার উদ্বৃত্ত- ২৫,০০০/-, ০১/০১/২০০৪ ব্যাংক জমার উদ্বৃত্ত- ২০,০০০/-, ৩১/১২/২০০৪ পাওনাদারবৃন্দ- ৩২,০০০/-, ০১/০১/২০০৪ পাওনাদারবৃন্দ- ৮,০০০/-, ৩১/১২/২০০৪ প্রাপ্য বিল- ১০,০০০/-, ০১/০১/২০০৪ প্রাপ্য বিল- ……., ৩১/১২/২০০৪ দালান কোঠা- ১,৫০,০০০/- ০১/০১/২০০৪ দালান কোঠা-…………, ৩১/১২/২০০৪ প্রদেয় বিল- ৯,০০০/- ০১/০১/২০০৪ প্রদেয় বিল-৯,০০০/-

মি. রফিকুল সাহেব সারা বছরে প্রত্যেক মাসের শুরুতে ১,৫০০ টাকা উত্তোলন করেন। তার ব্যক্তিগত গাড়ি বিক্রি করে নভেম্বরে ৫০,০০০ টাকা। তার অর্ধেক কারবারে প্রদান করেন। প্রারম্ভিক মূলধনের উপর ৫% সুদ গ্রহণ করেন। উত্তোলনের উপর ৫% সুদ প্রযোজ্য।

জনাব রফিকুল ইসলামের নীট লাভ বা নীট ক্ষতি কত টাকা?

  • ২৯,১৬২.৫ টাকা ক্ষতি

মি. রফিকুল ইসলাম একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকেন। তার হিসাব বই হতে নিম্ন লিখিত খতিয়ান উদ্বৃত্ত গুলো দেয়া হল-

৩১/১২/২০০৪ নগদ তহবিল-  ১৫,০০০/- ০১/০১/২০০৪ নগদ তহবিল- ২০,০০০/-, ৩১/১২/২০০৪ ব্যাংক জমার উদ্বৃত্ত- ২৫,০০০/- ০১/০১/২০০৪ ব্যাংক জমার উদ্বৃত্ত- ২০,০০০/- ৩১/১২/২০০৪ পাওনাদারবৃন্দ- ৩২,০০০/- ০১/০১/২০০৪ পাওনাদারবৃন্দ- ৮,০০০/-, ৩১/১২/২০০৪ প্রাপ্য বিল- ১০,০০০/- ০১/০১/২০০৪ প্রাপ্য বিল- ………, ৩১/১২/২০০৪ দালান কোঠা- ১,৫০,০০০/-, ০১/০১/২০০৪ দালান কোঠা-………., ৩১/১২/২০০৪ প্রদেয় বিল- ৯,০০০/-, ০১/০১/২০০৪ প্রদেয় বিল-৯,০০০/-

মি. রফিকুল সাহেব সারা বছরে প্রত্যেক মাসের শুরুতে ১,৫০০ টাকা উত্তোলন করেন। তার ব্যক্তিগত গাড়ি বিক্রি করে নভেম্বরে ৫০,০০০ টাকা। তার অর্ধেক কারবারে প্রদান করেন। প্রারম্ভিক মূলধনের উপর ৫% সুদ গ্রহণ করেন। উত্তোলনের উপর ৫% সুদ প্রযোজ্য।

জনাব রফিকুল ইসলামের উত্তোলনের সুদের পরিমাণ কত টাকা?

  • ৪৮৭.৫০ টাকা

হিউবার্ড একজন মোবাইল ফোন/সেট ব্যবসায়ী। যিনি একতরফা হিসাব পদ্ধতিতে হিসাব-নিকাশ রাখেন। নিম্নোক্ত তথ্যাবলী হতে বছরের শেষে তার মূলধনের পরিমাণ নির্ণয় কর। বছর শেষে তার ব্যবসায় ৫০০টি বিভিন্ন প্রকার সেট রয়েছে। যার প্রতিটির মূল্য গড়ে ২,৪০০ টাকা, নগদ টাকার পরিমাণ ২০,০০০ টাকা, ব্যক্তিগত গাড়ি যার মূল্য ৫,০০,০০০ টাকা। পাওনাদার ২,৮০,০০০ টাকা।ঋণ আছে ৩,৯০,০০০ টাকা।

মূলধনের পরিমাণ নির্ণয় কর।

  • ৩,৫০,০০০ টাকা

আশা এন্টার প্রাইজ এর সমাপনী মূলধন ১,৯৩,০০০ টাকা। প্রারম্ভিক মূলধণ ১,৫৩,০০০ টাকা, নগদ উত্তোলন ১২,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ১৩,০০০ টাকা, পণ্য উত্তোলন ৭,০০০ টাকা।

নীট লাভ/ক্ষতি কত?

  • লাভ ৪৬,০০০ টাকা

সাহা এন্টারপ্রাইজ এর প্রারম্ভিক দেনাদার ১৮,০০০ টাকা, দেনাদার হতে নগদ প্রাপ্তি ৬৬,০০০ টাকা, আন্ত: ফেরত ৭,৫০০ টাকা, কু-ঋন ২১,০০০ টাকা, মঞ্জুরীকৃত বাট্টা ৪,০০০ টাকা, প্রাপ্য বিল প্রাপ্তি ২৫,০০০ টাকা। অমর্যাদাকৃত বিল ৫,০০০ টাকা, সমাপনী দেনাদার ১৫,০০০ টাকা।

সাহা এন্টারপ্রাইজ এর মোট ধারে বিক্রয়ের পরিমাণ কত?

  • ১,১৫,৫০০ টাকা

কোন একটি হিসাব কালে আশা এন্টারপ্রাইজ এর প্রারম্ভিক মূলধন ছিল ১,৬৫,০০০ টাকা এবং হিসাবকাল শেষে দাঁড়ায় ২,২৫,০০০ টাকা। উক্ত কালে মোট আয় ছিল ৪৭,০০০ টাকা ও মোট খরচ ছিল ৩০,০০০ টাকা। উক্ত কালে ব্যবসায়ের মালিক মোট ৫২,৫০০ টাকা অতিরিক্ত বিনিয়োগ করে।

উক্ত সময়ে মালিকের উত্তোলনের পরিমাণ কত?

  • ১০,০০০ টাকা

তুহিন সাহেব ১,০০,০০০ টাকা দ্বারা ব্যবসায় শুরু করলেন/তার সমাপনী মলধন ১,৭০,০০০ টাকা। বছরের মাঝামাঝি সময়ে ৫,০০০ টাকা উত্তোলন করে এবং ১০,০০০ টাকা একটি ব্যক্তিগত গাড়ি ব্যবসায়ের ব্যবহারের জন্য আনয়ন করে। তার লাভ বা ক্ষতি কত?

  • ৬৫,০০০ টাকা লাভ

জনাব আব্দুল কাদের সাহেবের প্রারম্ভিক মূলধন ২০,০০০ টাকা, সমাপনী মূলধন ২৫,০০০ টাকা। অতিরিক্ত মূলধন ৪,০০০ টাকা, উত্তোলনের পরিমাণ ২,০০০ টাকা হলে ঐ বছরে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছিল?

  • লাভ ৩,০০০ টাকা

একজন মালিক যার ১লা জানুয়ারী ১৯৯০ তাং সম্পত্তি ছিল ৫০,০০০ টাকার এবং দায় ছিল ২৫,০০০ টাকার এবং ৩১ ডিসেম্বর ১৯৯০ তাং ৬৫,০০০ টাকার সম্পত্তি ১৭,০০০ টাকার দায়, সে সেই বৎসর কত মুনাফা অর্জন করে?

  • ২৩,০০০ টাকা

মালিকের মূলধনের সমাপ্ত জের ২১,০০০ টাকা। ঐ বৎসর মালিক ব্যবসায়ে ৬,০০০ টাকা প্রদান করে এবং ৪,০০০ টাকা উত্তোলন করে। বৎসরের নীট আয় ৮,০০০ টাকা হলে, মালিকের প্রারম্ভিক মূলধন কত ছিল?

  • ১১,০০০ টাকা

এক ব্যবসায়ী অসম্পূর্ণ হিসাব রাখে, ১৯৯৫ সনের শুরুতে তার মূলধন ছিল ৫৬,০০০ টাকা। ১৯৯৫ সনের শেষে তার মূলধদ হিসাবে জের দাঁড়ায় ১,২০,০০০ টাকা। ঐ বৎসরে ব্যবসায়ী ব্যবসায় ৩০,০০০ টাকার একটি যন্ত্র সরবরাহ করে এবং ১৪,০০০ টাকা মূল্যের দ্রব্য নিজের ব্যবহারের জন্য ব্যবসা হতে উত্তোলন করে। ১৯৯৫ সনে কত টাকা মুনাফা বা ক্ষতি হয়েছে।

  • ৪৮,০০০ টাকা লাভ

প্রারম্ভিক মুলধন ২,০০,০০০ টাকা, বছরের মাঝখানে বিনিয়োগ ৩,০০,০০০ টাকা, মালিকের উত্তোলন ৫০,০০০ টাকা এবং বছরের শেষে মূলধন ৭,০০,০০০ টাকা। বছরের মুনাফা কত টাকা?

  • ২,৫০,০০০ টাকা

২০০৯ সনের ১লা জানুয়ারী দেনাদার হিসাবের জের ছিল ৪৯,০০০ টাকা। উক্ত মাসের নগদান বহির সারসংক্ষেপ দেখানো হয় যে, উক্ত মাসে দেনাদারদের নিকট হতে ৪২,০০০ টাকা আদায় করা হয়। ৩১ শে জানুয়ারী ২০০৯ তারিখের জের ছিল ৯০,০০০ টাকা। সে মাসে ৪,০০০ টাকা কুঋণ অবলোপন করা হয় ও ১১,৪০০ টাকার বিল দেনাদার কর্তৃক গৃহীত হয়। নগদ বিক্রয়ের পরিমাণ উক্ত মাসে ছিল ১৭,০০০ টাকা। উক্ত মাসের মোট বিক্রয় কত?

  • ১,১৫,৪০০ টাকা

একটি প্রতিষ্ঠানের ২০০৪ সালের প্রারম্ভিক মূলধন ১০ লক্ষ টাকা এবং সমাপনী মূলধন ১২ লক্ষ টাকা। উক্ত বছরের মালিক ১ লক্ষ টাকা উত্তোলন করেছে এবং ২৫ হাজার টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। প্রতিষ্ঠানের সমাপনী দায় ২ লক্ষ টাকা। ২০০৪ সালে প্রতিষ্ঠানের মুনাফা কত?

  • ২,৭৫,০০০ টাকা

প্রারম্ভিক মূলধন ১৬,৫০০ টাকা, সমাপনী মূলধন ১১,৩৫০ টাকা, সমাপনী মজুদ ৩,০০০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হলে ঐ সময়ে লাভ-ক্ষতি নির্ণয় কর।

  • ক্ষতি হবে ১,৮৫০ টাকা

প্রারম্ভিক মূলধন ১০,০০০ টাকা, সমাপনী মূলধন ২০,০০০ টাকা, উত্তোলন ৫,০০০ টাকা এবং অতিরিক্ত মূলধন ৮,০০০ টাকা হলে বছরের নীট লাভ বা ক্ষতি কত?

  • লাভ ৭,০০০ টাকা

যদি প্রারম্ভিক মূলধন ১৬,৫০০ টাকা, বছরের মাঝামাঝি অতিরিক্ত মূলধন ৩,৭০০ টাকা, সমাপনী মূলধন ১১,৩৫০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হয় তবে উক্ত বছরের লাভ বা ক্ষতি কত?

  • ক্ষতি ৫,৫৫০ টাকা