প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা, ক্রয় ১,০০,০০০ টাকা, ক্রয় ফেরত ১০,০০০ টাকা, বিক্রয় ১,৮০,০০০ টাকা এবং ক্রয় মূল্যের উপর মার্কআপ শতকরা ৪৫ ভাগ হলে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত?
Topic: উৎপাদন ব্যয় বিষয়ক নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
যদি বিক্রীত পণ্যের ব্যয় ১৬,০০০ টাকা হয় এবং প্রান্তিক মুনাফা শতকরা ২০ টাকা, তবে বিক্রয়ের পরিমাণ কত?
কোন সুতার উৎপাদন কারখানার পরোক্ষ কাঁচামাল হবে কোনটি?
মজুদ দ্রব্যের মূল্যায়ণ ক্রয়মূল্য কিংবা বাজার মূল্য কোনটিই সূচিত করে না কোন পদ্ধতিতে?
ব্যয়ের বিভিন্ন উপাদানের সংক্ষিপ্তসার কোনটি?
কোনটি প্রশাসনিক উপরি ব্যয়ের উদাহরণ?
যে পদ্ধতিতে, নিয়মিত প্রত্যেক প্রকার মালের প্রাপ্তি, ইস্যু, ফেরত ও মজুদ মালের পরিমাণ ও মূল্য সম্পর্কীয় বিস্তারিত হিসাব রাখা হয় তাকে কি বলে?
জ্বালানি, লুব্রিকেটিং অয়েল, খুচরা যন্ত্রাংশ কোন ধরণের কাঁচামাল?
কারখানার ভাড়া বা অফিস ভাড়া কোন জাতীয় ব্যয়ের উদাহরণ?
যে ধরণের ব্যয় একক প্রতি স্থির থাকে তাকে কি বলে?
উৎপাদন ব্যয়ের মৌলিক উপাদান কি?
উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের জন্মলগ্ন বলা হয় কত সাল?
উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি?
পণ্য উৎপাদন করতে বিভিন্ন খাতে যে সমস্ত ব্যয়/খরচ হয় উহাদের কি বলা হয়?
উৎপাদন ব্যয়ের উপাদান কয়টি?
উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উৎপত্তি ও প্রসার লাভ করে নিজের কোনটির উপর নির্ভর করে?
উৎপাদন ব্যয় যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় কোনটি?
উৎপাদন ব্যয় প্রস্তুত করার পদ্ধতি প্রচলিত আছে কয়টি?
উপাদানভিত্তিক উৎপাদন ব্যয় কয় ভাগে ভাগ করা যায়?
কোনটি প্রত্যক্ষ খরচের অন্তর্গত?
কার্যভিত্তিক উৎপাদন ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়?
প্রকৃতি ভিত্তিক উৎপাদন কত প্রকার?